ওযুর পর ২ রাকাত সলাত আদায়ের অত্তান্ত গুরুত্ব রয়েছে শরীয়তে
==============================
========
ﻗَﺎﻝَ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪ ُﻋَﻠَﻴﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ﻣَﻦْ ﺗَﻮَﺿَّﺄَ ﻧَﺤْﻮَ ﻭَﺿُﻮْﺋِﻲْ ﻫَﺬَﺍ ﺛُﻢَّ ﺻَﻠَّﻰ ﺭَﻛْﻌَﺘَﻴْﻦِ ﻟَﺎ ﻳُﺤْﺪِﺙُ ﻓِﻴْﻬِﻤَﺎ ﻧَﻔْﺴَﻪُ ﻏَﻔَﺮَ ﺍﻟﻠﻪُ ﻟَﻪُ ﻣَﺎ ﺗَﻘَﺪَّﻡَ ﻣِﻦْ ﺫَﻧْﺒِﻪِ . ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ১৫৯ﻭﻣﺴﻠﻢ ৩৩১
১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি আমার এই ওজুর ন্যায় ওজু করার পর একাগ্রচিত্তে দু'রাকাত (নফল) নামাজ পড়বে এবং অন্য কোন ধারণা তার অন্তরে উদয় হবে না, তার পূর্বকৃত সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। "
বুখারী-১৫৯, মুসলিম -৩৩১
No comments:
Post a Comment