Wednesday, October 18, 2017

জঈফ ও জাল হাদীস সম্পর্কে কুরআন ও হাদীস!



Image may contain: text


জঈফ ও জাল হাদীস সম্পর্কে কুরআন ও হাদীস!
==================================
মিথ্যা হাদীস বর্ণনাকারী জাহান্নামী। সহীহ ও হাসান হাদীস ছাড়া জাল বা জঈফ হাদীস আমল করার জন্য বর্ণনা করা যাবে না। তাই বর্জন করার জন্য জঈফ ও জাল হাদীস জানা দরকার।

 জাল হাদীস
===========
জাল বা মিথ্যা হাদিস যা স্পষ্ট রাসূলের কথা নয়। এ সকল হাদীস প্রচারে জাহান্নামী হতে হবে। রাসুল ﷺ ইরশাদ করেন-
ﺇِﻥَّ ﻛَﺬِﺑًﺎ ﻋَﻠَﻲَّ ﻟَﻴْﺲَ ﻛَﻜَﺬِﺏٍ ﻋَﻠَﻰ ﺃَﺣَﺪٍ ﻣَﻦْ ﻛَﺬَﺏَ ﻋَﻠَﻲَّ ﻣُﺘَﻌَﻤِّﺪًﺍ، ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺭِ
-নিশ্চয় আমার উপর মিথ্যা বলা, কারো উপর মিথ্যা বলার মত নয়, যে আমার উপর মিথ্যা বলল সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। [বুখারি হ/১২৯১]

ﻻَ ﺗَﻜْﺬِﺑُﻮﺍ ﻋَﻠَﻲَّ، ﻓَﺈِﻧَّﻪُ ﻣَﻦْ ﻛَﺬَﺏَ ﻋَﻠَﻲَّ ﻓَﻠْﻴَﻠِﺞِ ﺍﻟﻨَّﺎﺭَ
-তোমরা আমার উপর মিথ্যারোপ করো না কারণ যে আমার উপর মিথ্যারোপ করে সে জাহান্নামে যাবে। [বুখারি হা/১০৬]

ﻣَﻦْ ﻛَﺬَﺏَ ﻋَﻠَﻲَّ ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺭِ
-যে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। [বুখারি হা/১০৭]

ﻣَﻦْ ﺗَﻌَﻤَّﺪَ ﻋَﻠَﻰَّ ﻛَﺬِﺑًﺎ ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺭِ
-যে ব্যাক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। [বুখারী হ/১০৯]

ﻗﻘَﺎﻝَ ﺃَﻧَﺲٌ ﺇِﻧَّﻪُ ﻟَﻴَﻤْﻨَﻌُﻨِﻲ ﺃَﻥْ ﺃُﺣَﺪِّﺛَﻜُﻢْ ﺣَﺪِﻳﺜًﺎ ﻛَﺜِﻴﺮًﺍ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﷺ ﻗَﺎﻝَ " ﻣَﻦْ ﺗَﻌَﻤَّﺪَ ﻋَﻠَﻰَّ ﻛَﺬِﺑًﺎ ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺭِ
-আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এ কথাটি তোমাদেরকে বহু হাদীস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। [বুখারী-মুসলিম]
.
 জঈফ হাদীসঃ
============
জঈফ হাদীস রাসূল ﷺ হাদীস বলে প্রমান হয় নাই, এমন হাদীস। কারন রাবীর দূর্বলতার কারনে এটা রাসুল ﷺ মুখ নিসৃত হাদীস কিনা তা বিশ্বাস যোগ্য প্রমানীত হয় নাই। তাই জঈফ হাদীস রাসূল ﷺ এর সূন্নাহর ব্যাপারে কিছু অনুমান-ধারণার সৃষ্টি মাত্র। আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূল ﷺ বলেছেন,
ﺇِﻳَّﺎﻛُﻢْ ﻭَﺍﻟﻈَّﻦَّ ﻓَﺈِﻥَّ ﺍﻟﻈَّﻦَّ ﺃَﻛْﺬَﺏُ ﺍﻟْﺤَﺪِﻳﺚ
-তোমরা ধারণা-অনুমান থেকে বেঁচে থাক কারণ ধারণা-অনুমান সর্বাপেক্ষা মিথ্যা কথা। [সহীহুল বুখারী হা/৬০৬৬, ৬৭২৪, সহিহ মুসলিম হা/৬৪৩০]

রাসূল ﷺ আরও বলেছেন,
ﻛَﻔَﻰ ﺑِﺎﻟْﻤَﺮْﺀِ ﻛَﺬِﺑًﺎ ﺃَﻥْ ﻳُﺤَﺪِّﺙَ ﺑِﻜُﻞِّ ﻣَﺎ ﺳَﻤِﻊَ
-কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়। [মুসলিম ভুমিকা হা/৫]

আল্লাহ সুবহানুতালা বলেছেন-
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺇِﻥْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻓَﺎﺳِﻖٌ ﺑِﻨَﺒَﺈٍ ﻓَﺘَﺒَﻴَّﻨُﻮﺍ ﺃَﻥْ ﺗُﺼِﻴﺒُﻮﺍ ﻗَﻮْﻣًﺎ ﺑِﺠَﻬَﺎﻟَﺔٍ ﻓَﺘُﺼْﺒِﺤُﻮﺍ ﻋَﻠَﻰ ﻣَﺎ ﻓَﻌَﻠْﺘُﻢْ ﻧَﺎﺩِﻣِﻴﻦَ
-হে মু’মিনগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য যেন অনুতপ্ত না হও। [হুজরাত, ৪৯/৬]

আল্লাহ সুবহানুতালা পবিত্র কুরআনে বলেছেন-
ﻓَﻤَﻦْ ﺃَﻇْﻠَﻢُ ﻣِﻤَّﻦِ ﺍﻓْﺘَﺮَﻯ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻛَﺬِﺑًﺎ ﻟِﻴُﻀِﻞَّ ﺍﻟﻨَّﺎﺱَ ﺑِﻐَﻴْﺮِ ﻋِﻠْﻢٍ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻻ ﻳَﻬْﺪِﻱ ﺍﻟْﻘَﻮْﻡَ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
-সুতরাং তার চেয়ে অধিক যালিম কে, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিনা দলিলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়? নিশ্চয় আল্লাহ যালিম লোকদেরকে হিদায়েত করেন না। [আনআম ৬/১৪৪]
.
সম্মানিত মুহাদ্দিসগণ কোনটি রাসূলের ﷺ হাদীস আর কোনটি রাসূলের ﷺ হাদীস নয়, তা পৃথক করেছেন। তাই মিথ্যা ও দুর্বল হাদীছ ত্যাগ করে সহীহ ও হাসান হাদিসগুলো আমরা মানব।

No comments:

Post a Comment