Wednesday, November 1, 2017

মৃতদের জন্য দুয়া করলে কি তারা উপকৃত হবে?



No automatic alt text available.


মৃতদের জন্য দুয়া করলে কি তারা উপকৃত হবে?
~~~~~
যে কোন মুসলিম অন্য মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহর নিকট দুয়া করতে পারে। অনুরূপভাবে যে কোন মুসলিম অন্য মুসলিমের পক্ষ থেকে দান-সদকা করতে পারে। নিজের নিকটাত্মীয় হওয়া জরুরি নয়। আল্লাহ তা কবুল করলে ইনশাআল্লাহ সে ব্যক্তি কবরে তা দ্বারা উপকৃত হবে।

মৃতদের জন্য আল্লাহ কুর আনে দুয়া শিক্ষা দিয়েছেন:
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ 
“ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং আমাদের সে সকল ভাইদেরকে ক্ষমা কর যারা আমাদের আগে (দুনিয়া থেকে) ঈমানের সাথে চলে গেছে এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।”
(সূরাতুল হাশর: ১০)

No comments:

Post a Comment