উত্তম চরিত্রের জন্য দুআ:
~~~~
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম চরিত্রের জন্য যেভাবে দুআ করেছেন:
১)
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺪِﻧِﻲ ﻷَﺣْﺴَﻦِ ﺍﻷَﻋْﻤَﺎﻝِ ﻭَﺃَﺣْﺴَﻦِ ﺍﻷَﺧْﻼﻕِ ، ﻓَﺈِﻧَّﻪُ ﻻ ﻳَﻬْﺪِﻱ ﻷَﺣْﺴَﻨِﻬَﺎ ﺇِﻻ ﺃَﻧْﺖَ ، ﻭَﻗِﻨِﻲ ﺳَﻲِّﺀَ ﺍﻷَﻋْﻤَﺎﻝِ ﻭَﺳَﻲِّﺀَ ﺍﻷَﺧْﻼﻕِ ، ﻓَﺈِﻧَّﻪُ ﻻ ﻳَﻘِﻲ ﺳَﻴِّﺌَﻬَﺎ ﺇِﻻ ﺃَﻧْﺖَ
“হে আল্লাহ, আমাকে সর্বোত্তম কাজ ও উন্নততর চরিত্রের দিশা দাও। কেননা, তুমি ছাড়া এ পথের দিশা অন্য কেউ দিতে পারে না। আর অন্যায় কাজ ও খারাপ চরিত্র থেকে আমাকে রক্ষা কর। কেননা, তুমি ছাড়া অন্য কেউ এ থেকে রক্ষা করতে পারে না।”
(সুনান নাসাঈ। আরনাবুত জামিউল উসুল কিতাবে এ হাদীসটিকে সহীহ বলেছেন।)
২)
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻣُﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻟْﺄَﺧْﻠَﺎﻕِ، ﻭَﺍﻟْﺄَﻋْﻤَﺎﻝِ، ﻭَﺍﻟْﺄَﻫْﻮَﺍﺀِ ﻭﺍﻟْﺄَﺩْﻭَﺍﺀِ
“হে আল্লাহ তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ, কু প্রবৃত্তি এবং দুরারোগ্য ব্যাধী থেকে আশ্রয় চাই।”
(তিরমিযী-আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)।
৩)
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻟِّﻒْ ﺑَﻴْﻦَ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ، ﻭَﺃَﺻْﻠِﺢْ ﺫَﺍﺕَ ﺑَﻴْﻨِﻨَﺎ
“হে আল্লাহ,আমাদের হৃদয়গুলোর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি কর আর আমাদের (বিবদমান বিষয়গুলো) সমাধান করে দাও।”
(সহীহ বুখারী)
৪) ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻤَﺎ ﺃَﻧَﺎ ﺑَﺸَﺮٌ ﻓَﺄَﻱُّ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ ﻟَﻌَﻨْﺘُﻪُ ﺃَﻭْ ﺳَﺒَﺒْﺘُﻪُ ﻓَﺎﺟْﻌَﻠْﻪُ ﻟَﻪُ ﺯَﻛَﺎﺓً ﻭَﺃَﺟْﺮًﺍ
“হে আল্লাহ, আমি তো একজন মানুষ মাত্র। সুতরাং আমি কোন মুসলিমকে গালি বা অভিশাপ দিয়ে থাকলে সেটাকে তুমি তাকে (গুনাহ থেকে) পবিত্র করার মাধ্যম বানিয়ে দাও এবং তাকে তার বিনিময় দাও।” (সহীহ মুসলিম)
৫)
« ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣَﻦْ ﻭَﻟِﻰَ ﻣِﻦْ ﺃَﻣْﺮِ ﺃُﻣَّﺘِﻰ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺸَﻖَّ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻓَﺎﺷْﻘُﻖْ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﻣَﻦْ ﻭَﻟِﻰَ ﻣِﻦْ ﺃَﻣْﺮِ ﺃُﻣَّﺘِﻰ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺮَﻓَﻖَ ﺑِﻬِﻢْ ﻓَﺎﺭْﻓُﻖْ ﺑِﻪِ » - ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
“হে আল্লাহ কেউ আমার উম্মতের কোন বিষয়ে দায়িত্বশীল হয়ে যদি তাদের সাথে কঠিন আচরণ করে তবে তুমিও তার সাথেও কঠিন আচরণ কর । আর কেউ কোন বিষয়ে দায়িত্বশীল হয়ে যদি তাদের সাথে নম্রতা সুলভ আচরণ করে তার প্রতি তুমিও তার প্রতি দয়া পরবশ হও।” (সহীহ মুসলিম)
৬)
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋِﻠْﻢٍ ﻻَ ﻳَﻨْﻔَﻊُ، ﻭَﻋَﻤَﻞٍ ﻻَ ﻳُﺮْﻓَﻊُ، ﻭَﻗَﻠَﺐٍ ﻻَ ﻳَﺨْﺸَﻊُ، ﻭَﻗَﻮﻝٍ ﻻَ ﻳُﺴْﻤَﻊُ
“হে আল্লাহ, তোমার নিকট আশ্রয় চাই এমন জ্ঞান থেকেযা কোন উপকার করে না, এমন আমল থেকে যা উপরে উঠানো হয় না, এমন অন্তর থেকে যা ভীত হয় না এবং এমন কথা থেকে যা শুনা হয় না।” (সহীহ মুসলিম)
৭)
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻛَﻤَﺎ ﺣَﺴَّﻨْﺖَ ﺧَﻠْﻘِﻲ ﻓَﺄَﺣْﺴِﻦْ ﺧُﻠُﻘِﻲ
“হে আল্লাহ, তুমি আমার দৈহিক অবয়ব যেমন সুন্দর করেছ তেমনি আমার চরিত্রও সুন্দর করে দাও।”
(মুসনাদ আহমদ। আলবানী মিশকাতুল মাসাবীহ কিতাবে হাদীসটিকে সহীহ বলেছেন। হাদীস নং ৫০৯৯)
(অনুবাদ ও সংকলন: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল)
No comments:
Post a Comment