Tuesday, January 23, 2018

অল্প হলেও নিয়মিত করি





অল্প হলেও নিয়মিত করি

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞেস করা হল, আল্লাহর নিকট সব চেয়ে পছন্দনীয় আমল কোনটি? তিনি বললেন,
أَحَبُّ الأَعمَالِ إِلى اللهِ أَدوَمُهَا وَإِنْ قَلَّ
“ *যে আমলটি অব্যহতভাবে করা হয় যদিও তা পরিমাণে অল্প হয়।* ” (বুখারী)
 - প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা কুরআন তিলাওয়াত,
 - ২/৩টি আয়াতের তরজমা ও তাফসীর পড়া,
 - কমপক্ষে ২/৩টি আয়াত মুখস্থ করার চেষ্টা করা।
 - কমপক্ষে দুটি হাদীস অধ্যয়ন,
 - ১/২ পৃষ্ঠা ভালো মানের ইসলামী বই পড়া,
- কমপক্ষে একজন গরীব, অসহায় বা বিপদগ্রস্ত মানুষের উপকার করা (যত সামান্য হোক না কেন)
- কোন অসহায় মানুষকে, দীনী প্রতিষ্ঠানে বা দীনি প্রকল্পে নিয়মিতভাবে দান করা (যত অল্প পরিমাণে হোক না কেন)
এভাবে আমরা যদি নিয়ম করে প্রতিদিন অল্প অল্প করে কাজ করতে পারি তাহলে এক মাস পরে আমাদের আমলনামায় বিরাট অংকের ব্যালেন্স জমা হয়ে যাবে,
এক বছর পরে দেখা যাবে হিসাবের অংকটা অনেক বড় আকার ধারণ করেছে- আল্লাহ যদি কবুল করেন।
তবে শর্ত হল, কাজটা কনটিনিউ করতে হবে। একান্ত সমস্যা না হলে বাদ দেয়া যাবে না। কোন একদিন করতে না পারলে পরের দিন সেটা কাজা করে নিতে হবে।
এভাবে নেকির কাজ অব্যহতভাবে করা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়।
➤ কিছু ভাইকে দেখা যায়, হঠাৎ আবেগের উচ্ছ্বাসে এক দিনেই অনেক নেকির কাজ করে ফেলে, কিন্তু পরদিন থেকে তাকে আর দেখা যায় না!! এটি আল্লাহর নিকট পছন্দনীয় পন্থা নয়। যদিও সে যে দিন যতটুকু করুক না কেন মহান আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ।
➤ তাই আসুন, আমরা ভালো কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো অল্প অল্প করে হলেও অব্যাহত রাখার চেষ্টা করি।
আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে তাওফিক দান করুন। আমীন।
------------------------------ আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, KSA

No comments:

Post a Comment