Monday, April 23, 2018

দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করা,



Image may contain: text

দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করা,
আবূ মূসা আশআরী (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘প্রত্যেক মুসলিমের উপর সদকাহ করার দায়িত্ব আছে।’’ বলা হল, ‘কী রায় আপনার, যদি সে (কিছু) না পায়?’ তিনি বললেন, ‘‘তাহলে সে স্বহস্তে কর্ম করে নিজেকে উপকৃত করবে এবং (ঐ থেকে) সদকাহ করবে।’’ বলা হল, ‘কী রায় আপনার, যদি তাতেও অক্ষম হয়?’ তিনি বললেন, ‘‘তাহলে বিপদগ্রস্ত অভাবীর সাহায্য করবে।’’ বলা হল, ‘কী রায় আপনার, যদি তাও না করতে পারে?’ তিনি বললেন, ‘‘তাহলে সৎকাজের আদেশ দেবে।’’ বলা হল, ‘কী রায় আপনার, যদি তাও না করে?’ তিনি বললেন, ‘‘তাহলে মন্দ কর্ম থেকে বিরত থাকবে। আর এটাই হবে তার জন্য সদকাহ।’
[বুখারী ১৪৪৫, ৬০২২, মুসলিম ২৩৮০]]

No comments:

Post a Comment