Saturday, May 5, 2018

এই হুজুরদের থেকে আপনার ঈমানকে রক্ষা করুন।



Image may contain: 2 people, text



এই হুজুরদের থেকে আপনার ঈমানকে রক্ষা করুন।
কওমী,দেওবন্দী ওলামাদের বিখ্যাত কিছু উক্তি।
(১) তেতুল দেখে যদি জিবে পানী না আসে তুমি ধজবঙ্গ।
(মাওলানা মুফতী আহমেদ শফী)
(২)তুই যে নামাজে ফাঁক করে দাড়াইছোত তুর হুগার নিচে দিয়ে শয়তান যায়।
(মাওলানা জুনায়েদ হাবিব)
(৩)ইমাম আবু হানিফা ৮ দিন পেশাব,পায়খানা করে নাই মদিনায়।
(মালানা জুবায়ের আহমেদ আনসারী)
(৪) প্রতি সপ্তাহে আফ্রিকার জঙ্গলে কুতুব"দের বৈঠক হয়। বাংলাদেশ থেকে আজিজুল হক বানী চট্রগ্রাম থেকে যান চোখের পলকে ( বিমান ছাড়া) 
(মাওলানা হাফিজুর রহমান কোয়াকাটা)
(৫)মাওলানা আশরাফ আলী থানবী যখন নামাজে যেতেন তার কলম অটোমেটিক লেখতো খাতায়।
(মাওলানা হাফবজুর রহমান কোয়াকাটা)
(৬) মাওলানা আশরাফ আলী থানবীর নিকঠ সাপ মুরিধ হইতো।
(মাওলানা হাফিজুর রহমান কোয়াকাটা)
(৭)ওজানী লাফায় চরমোনাই লাইফাই তুর সমস্যা কি তুই কি বুঝবে? ওরে লাফাইনারে লাফাইনা
(মাওলানা হাফিজুর রহমান কোয়াকাটা)
(৮)মানছুর নাই জেল খানা নাই সব বিলিন হয়েগেছে (মাওলানা হাফিজুর রহমান কোয়াকাটা)
(৯)খাজা মাইনুদ্দি চিশতী একটু আড় চোখে এক মহিলার দিকে তাকাইছে সেই মহিলা ৩০ পারা কোরআন হাফেজ হয়ে গেছে।
(মাওলানা জুনায়রদ হাবিব)
(১০) শাপলা চত্তরে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন।
(মাওলানা জুনায়েদ হাবিব)
(১১) আমাদের ওলামা যা বলেন তাই দলিল আমাদের আর কোন দলিল এর প্রয়োজন নেই।
(মাওলানা জুনায়েদ হাবিব)
(১২) জুরে আমিন কে কইছোত জিজ্ঞেস করবেন তুই জোরে আমিন কই পাইছোত?
(মাওলানা নুরুল ইসলাম অলিপুরী)
(১৩)আমাদের এমন বুজুর্গ ছিলেন দুনিয়াতে কাগজে লেখে বেহেশতের সার্টিফিকেট দিতেন।
(মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী)
(১৪)এমন বুজুর্গ ছিলেন দুনিয়া থেকে আসমানের খবর বলতে পারতেন।
(মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী)
(১৫) একটা পাগল হয়ে আল্লাহ পর্যন্ত যেভাবে পৌছেন মুছা (আ:) নবী হয়ে সেই পর্যন্ত পৌছাতে পারি নি।
(মাওলানা ফয়জুল করিম চরমোনাই)

(১৬) কিয়ামতের দিন মুরিদ গুলোর জন্য সুপারিশ করবেন পীর সাহেব।
(মাওলানা ফয়জুল করিম চরমোনাই)

(১৭) কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে ক্বারি ইবরাহীম সাহেব, ফজলুল করিম, রশিদ আহমেদ গাঙ্গুহি যখন আসবেন 
(মাওলানা ফয়জুল করিম চরমোনাই)

(১৮) গুরুর চারটি বান দিয়ে দুধ এক রকম আসে তেমনি চার মাজহাব।
(মাওলানা হাফিজুর রহমান কোয়োকাটা)
(১৯) রাসুল (সা:) স্বপ্ন যুগে যে লাঠি দিয়ে দাগ দিলেন সেই দাগের উপর দিয়ে দারুল উলুম দেওবন্ধ প্রতিস্টিত।
(মাওলা নুরুল ইসলাম অলিপুরী)

(২০) ইমাম আবু হানিফা এক পায়ে দাড়ায় নামাজে ১৫ পারা কোরআন পড়তেন।
(মাওলানা হাফিজুর রহমান কোয়াকাটা)

এই হল কওমী ওলামাদের আকিদা, বিশ্বাস।
------------------------------------------------------------
নবী (সা:) এবং সাহাবী, তাবেঈন এবং সম্মানিত চার ইমাম কেহ কি এ ধরনের আকিদা কখন পোষন করেছেন??? 
তাহলে এই আলেম নামের জাহেলরা কি করে দাবী করে যে সে নবী ওয়ালা আল্লাহ ওয়ালা কাম করছে?
আমি সংক্ষেপে বিষয় বলেছি কিন্তু ওদের কিচ্ছা কাহিনীর আর আজগুবি গল্পের শেষ নাই।
★যা কোরআন ও সহিহ হাদিসে নেই তা ইসলামেও নেই

আমি কেউর দালাল নই.আমি একজন সচেতন মুসলিম
আল্লাহ্‌ আমাকে যেই বিবেক দিয়েছে তার আমি সম্পূর্ণ
ব্যবহার করার চেষ্টা করি আল-হামদুলিল্লাহ্‌ 
আমাকে গালি না দিয়ে ঠাণ্ডা মাথায় একটু ভেবে দেখবেন জাযাকাল্লাহ খাইরান।

No comments:

Post a Comment