Friday, June 15, 2018

ঈদের দিন জুমার সালাত পড়ার বিধান



No automatic alt text available.


ঈদের দিন জুমার সালাত পড়ার বিধান
💢💢💢
ঈদ ও জুমা একই দিনে একত্রিত হওয়ার অর্থ হল, দুই ঈদ একই দিনে একত্রিত হওয়া। তাই সাধারণ মুসল্লীগণ ঈদুল আযহা বা ঈদুল ফিতর আদায় করার পর ইচ্ছে করলে জুমা পড়তে পারে আবার ইচ্ছে করলে বাড়িতে একাকি অথবা কয়েকজন মিলে যোহর আদায় করতে পারে।

তবে ঈমামের জন্য জুমা আদায় করা আবশ্যক যেন, আগ্রহীরা তার সাথে জুমা পড়তে পারে।
এ ব্যাপারে বহু হাদীস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হাদীস পেশ করা হল:
ﺣﺪﻳﺚ ﺯﻳﺪ ﺑﻦ ﺃﺭﻗﻢ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺳﺄﻟﻪ: ﻫﻞ ﺷﻬﺪﺕ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻴﺪﻳﻦ ﺍﺟﺘﻤﻌﺎ ﻓﻲ ﻳﻮﻡ ﻭﺍﺣﺪ؟ ﻗﺎﻝ: ﻧﻌﻢ، ﻗﺎﻝ : ﻛﻴﻒ ﺻﻨﻊ؟ ﻗﺎﻝ: ﺻﻠﻰ ﺍﻟﻌﻴﺪ ﺛﻢ ﺭﺧﺺ ﻓﻲ ﺍﻟﺠﻤﻌﺔ، ﻓﻘﺎﻝ: (ﻣﻦ ﺷﺎﺀ ﺃﻥ ﻳﺼﻠﻲ ﻓﻠﻴﺼﻞ). ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻭﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ﻭﺍﻟﺪﺍﺭﻣﻲ ﻭﺍﻟﺤﺎﻛﻢ ﻓﻲ “ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ” ﻭﻗﺎﻝ: ﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﺍﻹﺳﻨﺎﺩ ﻭﻟﻢ ﻳﺨﺮﺟﺎﻩ، ﻭﻟﻪ ﺷﺎﻫﺪ ﻋﻠﻰ ﺷﺮﻁ ﻣﺴﻠﻢ. ﻭﻭﺍﻓﻘﻪ ﺍﻟﺬﻫﺒﻲ، ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﻮﻭﻱ ﻓﻲ “ﺍﻟﻤﺠﻤﻮﻉ :” ﺇﺳﻨﺎﺩﻩ ﺟﻴﺪ

যায়েদ বিন আরকাম রা. থেকে বর্ণিত আছে যে, মুয়াবিয়া বিন আবী সুফিয়ান রা. তাকে প্রশ্ন করলেন যে, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একই দিনে দুটি ঈদে উপস্থিত ছিলেন?
যায়েদ বিন আরকাম রা. বললেন: হ্যাঁ, ছিলাম। 
মুআবিয়া রা. বললেন: তিনি সে দিন কী করেছিলেন?
যায়দ রা. বললেন: তিনি ঈদের নামায আদায় করলেন অত:পর জুমার নামাযের ব্যাপারে ছাড় দিলেন আর বললেন: “যার ইচ্ছা জুমা পড়তে পারে।”
(মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসতাদরাকে হাকিম প্রমূখ। ইমাম নওবী রহ. বলেন, এর সনদ ভালো।)
প্রসঙ্গে একাধিক হাদীস বর্ণিত হয়েছে এখানে-

আল্লাহু আলাম
------------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানী)

No comments:

Post a Comment