Saturday, June 9, 2018

*শবে কদরের রাতে কদর উপলক্ষে বিশেষ নামাজ নেই।*



No automatic alt text available.


*শবে কদরের রাতে কদর উপলক্ষে বিশেষ নামাজ নেই।*
এই রাতে তারাবিহ / তাহাজ্জুদ
পড়বেন। এছাড়া দান সাদাকা, দুয়া, জিকির, দরুদ, কুরআন তিলাওয়াত করবেন। শবে কদরের বিশেষ দুয়াটা বেশি বেশি পড়বেন।

আয়েশা ( রা.) নবী (সাঃ) কে জিজ্ঞাসা করেনঃ হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর লাভ করি, তাহলে কি দুআ করবো? তিনি (সাঃ) বলেনঃ বলবে,
اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল্ আফওয়া ফা’ফু আন্নী”। [আহমদ,৬/১৮২]
অর্থ, হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমা পছন্দ কর, তাই আমাকে ক্ষমা কর”।

No comments:

Post a Comment