Friday, September 14, 2018

প্রশ্ন: সুদি কারবারের সাথে যুক্ত আছে এমন ব্যক্তির নিকট থেকে লোন নিয়ে ব্যবসা করলে তার আয় কি হালাল হবে?



Image may contain: text


প্রশ্ন: সুদি কারবারের সাথে যুক্ত আছে এমন ব্যক্তির নিকট থেকে লোন নিয়ে ব্যবসা করলে তার আয় কি হালাল হবে?
উত্তর:
সুদি কারবারে জড়িত ব্যক্তির সাথে যথাসম্ভব অর্থনৈতিক লেনদেন করা ঠিক নয়; এমন কি ঋণ নেয়াও ঠিক নয়।
তবে একান্ত জরুরি অবস্থায় এ ধরণের ব্যক্তি থেকে ব্যবসার জন্য ঋণ নেয়ার পর ঋণকৃত অর্থ দ্বারা যদি হালাল ব্যবসা করা হয় তাহলে তার আয় হালাল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। কেননা, সে হালাল ব্যবসার মাধ্যমে এই অর্থ আয় করেছে।

জ্ঞাতব্য যে, সুদী কারবারের সাথে জড়িত ব্যক্তির নিকট আপনার জন্য কেবল তখনই ঋণ নিয়ে ব্যবসা করা বৈধ হবে যখন সে সুদমুক্ত ঋণ দিবে। কিন্তু সুদের বিনিময়ে ঋণ দিলে তা দেওয়া এবং নেওয়া উভয়েই হারাম হবে এবং এ কারণে সুদ দাতার সাথে আপনাকেও গোনাহগার হবে যেমনটি হাদীসে বলা হয়েছে। সুতরাং সুদ লেন-দেনের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি।
তবে যথাসম্ভব চেষ্টা করতে হবে এ ধরণের ব্যক্তিদের নিকট ঋণ গ্রহণ বা অন্য কোন অর্থনৈতিক লেনদেন না করা। কারণ, সুদ ইসলামে কাবীরা গুনাহ। এর ভয়াবহতা সম্পর্কে কুরআন-হাদীসে অনেক বক্তব্য এসেছে।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ, সৌদি আরব

No comments:

Post a Comment