Wednesday, November 28, 2018

ইবাদতবন্দেগী করেও জাহান্নামী যারা



Image may contain: text
ইবাদতবন্দেগী করেও জাহান্নামী যারা 
------- --------- ----------:>
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘‘তোমরা কি জান, নিঃস্ব কে?’’ তাঁরা বললেন, ‘আমাদের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোনো আসবাব-পত্র নেই।’ তিনি বললেন, ‘‘আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামায, রোযা ও যাকাতের নেকী নিয়ে হাজির হবে কিন্তু এর সাথে সাথে সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো (অবৈধরূপে) মাল ভক্ষন করেছে, কারো রক্তপাত করেছে, কাউকে মেরেছে। অতঃপর প্রত্যেক অত্যাচারিতকে তার নেকী থেকে পরিশোধ করা হবে। পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবী পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’’(মুসলিম-৬৪৭৩)

এই হাদিসে জাহান্নামের ১ টাই কারণ বলা হয়েছে সেটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তাদের সাথে খারাপ ব্যাবহার করা, তাদের প্রতি অত্যাচার-জুলুম করা, আর অন্যের প্রতি যে কোন ধরণের পাপ এমনই বিপদজনক যে, নিজের সারা জীবনের অতি কষ্টের ইবাদতের সওয়াব দিয়ে পরিশোধ করতে হবে, ২য় কোন উপায় থাকবে না, যারা জাহান্নামকে ভয় করে তাদের সাবধান হওয়া কি জরুরী নয়? যদি নিজের কষ্টে উপারজিত সোয়াবগুলো অন্যকে দিতে না চান তবে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকুন ঠিক এখন থেকেই আর অতীতের যা হয়ে গেছে সেগুলো ফিরিয়ে দিন তাদের আর সেটা সম্ভব না হলে ক্ষমা চেয়ে নিন তাদের থেকে তাহলে কিয়ামতের দিন বড় ক্ষতি থেকে বাঁচা যাবে ইন শা আল্লাহ, নিঃস্ব হতে হবে না আমাদের।

No comments:

Post a Comment