Friday, November 30, 2018

জুমআর দিনের সবচেয়ে বড় ফজিলত যা মুসলিম বান্দাদের জন্য মহান আল্লাহ্‌র একটি বিশেষ অনুগ্রহঃ



No automatic alt text available.


জুমআর দিনের সবচেয়ে বড় ফজিলত যা মুসলিম বান্দাদের জন্য মহান আল্লাহ্‌র একটি বিশেষ অনুগ্রহঃ
--------- ---------- --------:>
আওস ইবনু আওস আস-সাক্বাফী (রাঃ) বর্ণনা করেছেন

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি জুমু’আহ্‌র দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, জুমু’আহ্‌র জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মাসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মাসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সলাত আদায়ের (সমান) সাওয়াব পাবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৪৫,মুসনাদে আহমদ ৬৯৫৪,১৬২১৮,সহিহ তারগিব ৬৮৭৯, তিরমীযি,নাসাঈ,ইবনে মাযাহ,ইবনে হিব্বান।
--------
প্রকাশ থাকে যে, যে ব্যক্তি গাড়ি করে জুমুআহ পড়তে আসে, তার এ সওয়াব লাভ হয় না। বলা বাহুল্য, যে বাসা থেকে ১০০ কদম পায়ে হেঁটে জামে মসজিদে পৌঁছবে, তার আমল-নামায় ১০০ বছরের রোযা-নামাযের সওয়াব লিপিবদ্ধ করা হবে; যাতে একটি গোনাহও থাকবে না। আর তা এখানেই শেষ নয়। এইভাবে সে প্রতি মাসে প্রায় ৪০০ থেকে ৫০০ এবং প্রতি বছরে প্রায় ৫২০০ বছরের নামায-রোযার সওয়াব অর্জন করবে ইনশাআল্লাহ। আর এ হল মুসলিম বান্দাদের প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ।

No comments:

Post a Comment