Friday, November 9, 2018

মুসলিম, তিরমিযী, আবু দাউদ



Image may contain: one or more people and text


আবু হোরাইরা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, নিঃসম্বল মুহাজিরগণ রাসূলুল্লাহ্ (সাঃ) এর নিকট বলেন --- 'সম্পদশালীগণ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামতের অধিকারী হয়ে গেল।'
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন -- 'তা কি করে?'
তাঁরা বলেন -- 'তাঁরা নামায পড়ে যেমন আমরা নামায পড়ি। তাঁরা রোজা রাখে যেমন আমরা রোজা রাখি। তাঁরা দান-সাদাকা করে, অথচ আমরা (গরীব হওয়ার দরুন) দান-সাদাকা করতে পারি না। তাঁরা গোলাম আযাদ করে, কিন্তু আমরা গোলাম আযাদ করতে পারি না।'
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন -- 'আমি কি তোমাদের এমন বিষয় জানাব না, যার সাহায্যে তোমরা তাঁদের মর্যদা লাভ করতে পারবে যারা তোমাদের চাইতে অগ্রবর্তী হয়ে গেছে এবং তোমাদের পরবর্তিদেরও অতিক্রম করে যেতে সক্ষম হবে। আর তোমাদের চাইতে অগ্রগামী কেউ হবে না। একমাত্র তাঁদের ছাড়া যারা তোমাদেরই ন্যায় আমল করবে?'
তাঁরা বলেন -- 'হ্যা অবশ্যই হে আল্লাহর রাসূল (সাঃ)।
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন -- 'প্রতি ওয়াক্ত নামাযের পরে 'সুবহানআল্লাহ' 'আলহামদুলিল্লাহ্' ও 'আল্লাহু আকবার' তেত্রিশবার করে পড়বে।'
পরে আবার ঐ দরিদ্র মুহাজিরগণ রাসূলুল্লাহ্ (সাঃ) এর নিকট ফিরে এসে বলেন - 'আমরা যে আমল করতাম, তা আমাদের সম্পদশালী ভাইয়েরা শুনে ফেলেছে। এক্ষণে তাঁরাও অনুরূপ আমল করছে।'
রাসূলুল্লাহ্ (সাঃ) তখন বলেন -- 'তোমরা 'সুবহানআল্লাহ' 'আলহামদুলিল্লাহ্' ও 'আল্লাহু আকবার' তেত্রিশবার করে বলার পর এই দোয়াটা পড়- 'আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ্ (৩বার), আল্লাহুম্মা আংতাস সালামু ওয়া মিংকাস সালাম, তাবারকতা ইয়া যুল জালালী ওয়াল ইক্বরম।' এতে ১০০ পূর্ণ হবে।
কিছুদির পর আবারও দরিদ্র মুহাজিরগণ এসে রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলেন যে, এটাও তাঁরা আমল করে।
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন -- 'ঐটা হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। যাকে ইচ্ছা তাকে তিনি তা দান করেন।'
(বুখারী ও মুসলীম)

No comments:

Post a Comment