Saturday, November 10, 2018

এশার নামাজ কখন পর্যন্ত পড়া যাবে?



Image may contain: text


এশার নামাজ কখন পর্যন্ত পড়া যাবে?
আবু হুরায়রা (রাঃ) বলেন,
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 
আমার উম্মতের উপর ভারী মনে না করলে রাতের এক-তৃতীয়াংশে অথবা অর্ধরাতে এশার ছালাত আদায় করতে বলতাম। 
(ইবনে মাজাহ, মিশকাত হা/৬১১)।

আরো দেখুন ;
মাগরিবের পর হ’তে এশার ওয়াক্ত শুরু হয় এবং মধ্যরাতে শেষ হয়।
[135]

তবে যরূরী কারণ বশতঃ ফজরের পূর্ব পর্যন্ত এশার ছালাত আদায় করা জায়েয আছে।[136]
প্রচন্ড গ্রীষ্মে যোহরের ছালাত একটু দেরীতে এবং প্রচন্ড শীতে এশার ছালাত একটু আগেভাগে পড়া ভাল। তবে কষ্টবোধ না হ’লে এশার ছালাত রাতের এক তৃতীয়াংশের পর আদায় করা উত্তম।[137]
রেফারেন্স :
[136] . মুসলিম হা/১৫৬২ (৬৮১/৩১১) ‘মসজিদ সমূহ’ অধ্যায়-৫, ‘ক্বাযা ছালাত আদায়’ অনুচ্ছেদ-৫৫, আবু ক্বাতাদাহ হ’তে; ফিক্ব্হুস সুন্নাহ ১/৭৯।
[137] . বুখারী, মিশকাত হা/৫৯০-৯১, ‘ছালাত আগেভাগে পড়া’ অনুচ্ছেদ-২; আহমাদ, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৬১১; ফিক্বহুস্ সুন্নাহ ‘যোহরের ওয়াক্ত’ অনুচ্ছেদ ১/৭৬।
তবে; সময় হওয়ার সাথে সাথে সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি।
সময় হওয়ার আগে সালাতের বিধান এবং ১ম ওয়াক্তে সালাত আদায়ের ফযিলত :
🔰সময়মত সালাত আদায় করা ফরজ:
আল্লাহ তাআলা মুমিনদের উপর সালাত ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই যথাসময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ। এটি ফকীহদের পরিভাষায় সালাতের অন্যতম একটি শর্ত।

আল্লাহ তাআলা বলেন:
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
“নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।”
(সূরা নিসা: ১০৩)।

সুতরাং সাধারণ পরিস্থিতিতে সময়ের আগে বা পরে সালাত আদায় করা জায়েয নেই।
কেউ যদি সময় হওয়ার পূর্বে সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। কেউ জেনে-বুঝে এমনটি করলে গুনাহগার হবে।
🔰 আওয়াল ওয়াক্ত (প্রথম সময়) এ সালাত আদায় করা সর্বোত্তম ইবাদত:

আর সময় হওয়ার পর শরীয়ত প্রদত্ব অনুমতি ছাড়া বিলম্ব করা ঠিক নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১ম ওয়াক্তে সালাত আদায়কে শ্রেষ্ঠ আমল হিসেবে আখ্যায়িত করেছেন
যেমন,
عَنْ أُمِّ فَرْوَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ ‏ "‏ الصَّلاَةُ فِي أَوَّلِ وَقْتِهَا ‏"

উম্মে ফারওয়াহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সলাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে (প্রথম ওয়াক্তেই) সলাত আদায় করা।”
(সুনান আবু দাউদ, সলাত অধ্যায়,
হাদীস নং ৪২৬, সনদ সহীহ-আলবানী।‏)
--------------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানী)
দাঈ,জুবাইল, সৌদি আরব।

No comments:

Post a Comment