প্রশ্ন: কাবা গৃহের হাজরে আসওয়াদ কি জান্নাতের পাথর? এটি কালো কেন?
▬▬▬🔹♦🔹▬▬▬
উত্তর:
এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم "
“হাজরে আসওয়াদ বা কালো পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। তখন এটি ছিল দুধের চেয়েও সাদা। কিন্তু মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে।” (তিরমিযী, হা/৮৭৭, মুসনাদ আহমদ, হা/২৭৯২, ইবনে খুযাইমা হাদিসটিকে সহীহ বলেছেন, ৪/২১৯)
আল্লামা
মুবারকপুরী রহ. মিরকাত গ্রন্থে বলেন, “অর্থাৎ যে সকল মানুষ এই পাথরকে স্পর্শ করে তাদের পাপের কারণে এটি কালো হয়ে গেছে।”
*প্রশ্ন: “হাজরে আসওয়াদটি একটি ফেরেশতা ছিল। আল্লাহ তাকে পাথর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।” এটি কি সত্য?*
উত্তর:
উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, এটি জান্নাত থেকে আসা একটি পাথর। উক্ত হাদিসের আলোকে আমরা বলব, এটি আগে ফেরেশতা ছিল-এমন কথা যে ভিত্তিহীন ও বানোয়াট তাতে সন্দেহ নাই। আল্লাহু আলাম
▬▬▬🔹♦🔹▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
No comments:
Post a Comment