The Straight Path to Jannah - الطريق المستقيم إلى الجنة - জান্নাতের সোজা রাস্তা
Tuesday, April 2, 2019
Monday, April 1, 2019
Sunday, March 31, 2019
Saturday, March 30, 2019
প্রশ্ন- সালাতে মন স্থির রাখার উপায় কি?
প্রশ্ন- সালাতে মন স্থির রাখার উপায় কি?
-------- ---------- ------------:>
সালাতে ভয়-ভীতি সৃষ্টি এবং মন স্থির রাখার কতিপয় উপায়-
▪▪▪▪▪▪▪▪▪▪
🔘 ১) সালাতের প্রস্তুতি নিয়ে শান্ত মনে আগেভাগে মসজিদে আসা।
🔘 ২) সালাতে মৃত্যুর কথা স্মরণ করা।
আনাস রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: اذكرِ الموتَ في صلاتِك ، فإنَّ الرجلَ إذا ذكر الموتَ في صلاتِه لحريٌّ أن يُحسنَ صلاتَه”সালাতে মৃত্যুর কথা স্মরণ কর। কেননা, মানুষ যখন সালাতে মৃত্যুর কথা স্মরণ করে তখন সে তার সালাতকে সুন্দর ভাবে আদায় করতে সক্ষম হয়। ” (সনদ হাসান, সিলসিলা সহীহাহ/২৮৩৯)
🔘 ৩) “আমি আল্লাহকে দেখছি বা তিনি আমাকে দেখছেন” এই অনুভূতি মনে জাগ্রত রাখা।
🔘 ৪) এ কথা স্মরণ করা যে, আল্লাহ তায়ালা সালাতে বান্দার প্রতি উত্তর করে থাকেন।
🔘 ৫) এ কথা স্মরণ রাখা যে, সালাতে মূলত: আল্লাহর সাথে চুপিসারে কথা বলা হয়।
🔘 ৬) সালাতে পঠিত দুয়া-তাসবীহ ও সূরা-কিরাতের অর্থ অনুধাবন করা।
🔘 ৭) খাবার উপস্থিত রেখে বা পেশা-পায়খানা চেপে সালাত আদায় না করা। কেননা, এতে মনোযোগ বিঘ্নিত হয়।
🔘 ৮) সেজদায় বেশী বেশী আল্লাহর নিকট প্রার্থনা করা।
রাসূল সা. বলেছন, ( أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء ) رواه مسلم
“বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সব চেয়ে সন্নিকটে থাকে। অত:এব, তোমরা (সিজদা অবস্থায়) অধিক পরিমানে দুয়া কর।” (সহীহ মুসলিম) সঠিক কথা হল, একাকী, জামআতে, নফল, সুন্নত, তাহাজ্জুদ ইত্যাদি সকল সালাতের সিজদায় অধিক পরিমাণে দুয়া করা যাবে। প্রথমত: কুরআন ও হাদীসে বর্ণিত দুয়া সমূহ অধিক হারে পড়ার চেষ্টা করতে হবে। এরপর নিজের মাতৃভাষায় আল্লাহর নিকট নিজের কামনা-বাসনা তুলে ধরে দুয়া করা জায়েয আছে।
🔘 ৯) হাই আসলে মুখে হাত দিয়ে যথা সম্ভব তা প্রতিরোধ করার চেষ্টা করা।
🔘 ১০) সিজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা এবং অন্য দিকে দৃষ্টিপাত না করা।
🔘 ১১) ভয়-ভীতি ও ধীর স্থিরতা সহকারে সালাত আদায় করা।
🔘 ১২) শয়তানের উপস্থিতি টের পেলে চুপি স্বরে আউযুবিল্লাহ.. পাঠ করা এবং বাম দিকে অতি হালকা ভাবে তিনবার থুথু নিক্ষেপ করা।
আমর ইবনুল আস থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম
হে আল্লাহর রাসূল, শয়তান আমার সালাত ও কেরাআতে বিঘ্ন সৃষ্টি করে দেয়। তিনি বললেন:
“এটি হল শয়তান। যার নাম খিনযাব। তুমি যদি এমনটি অনুভব কর, তবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম পাঠ কর এবং তোমার বাম পাশে তিনবার হালকা ভাবে থুথু নিক্ষেপ কর।”
তিনি বলেন, আমি এমনটি করায় আল্লাহ তায়ালা আমার এ সমস্যা দূর করে দিয়েছেন। (সহীহ মুসলিম)
উল্লেখ্য যে, শরীর বা কাঁধ বাম দিকে ঘুরার প্রয়োজন নাই। কেবল মাথাটা সামান্য বাম দিকে নিয়ে খুব হালকা ভাবে থুথু ফেলার মত করবে। (এতে মুখ থেকে পানি নির্গত হবে না।) এমনটি করলে শয়তান লাঞ্ছিত অবস্থায় পলায়ন করবে ইনশাআল্লাহ।
আল্লাহু আলাম
-লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
Friday, March 29, 2019
Subscribe to:
Posts (Atom)