Thursday, July 24, 2014

এখানে যাকাতের কাপড় পাওয়া যায়..........



Photo: ‌এখানে যাকাতের কাপড় পাওয়া যায়..........

আচ্ছা যাকাতের কাপড়টা আবার কি রে ভাই??

তার মানে কি কাপড় দুই ধরনের হয়? পড়ার কাপড় আর যাকাতের কাপড়??

যে কাপড়ের দাম দুই-চার-পাচ হাজার টাকা সেই কাপড়কে বলে পড়ার কাপড়,
আর যেই কাপড়ের দাম দেড়-দুইশ' টাকা সেই কাপড়কে বলা হয় যাকাতের কাপড়।

যে কাপড় দুই-চার বছর পড়া যায় সেই কাপড়কে বলে পড়ার কাপড়,
আর যে কাপড় এক ধোয়া দেয়ার পর আর পড়া যায় না তাকে বলা হয় যাকাতের কাপড়।

অর্থাৎ যাকাতের কাপড় এমন এক কাপড় যা যাকাতদাতা ব্যক্তি নিজের জন্য পছন্দ করে না, কিন্তু আল্লাহ'র রাস্তায় দান করার সময় পছন্দ করে। (নাউযুবিল্লাহ)

অথচ পবিত্র কুরআন ও হাদীস শরীফে আছে:
১) "তোমরা কখনই নেকী, কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই পূর্ণ খবর রাখেন। " ( সূরা আলে ইমরান: আয়াত শরীফ ৯২)
২) "তোমাদের কেউই পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।" (বুখারী শরীফ, মুসলিম শরীফ)।
৩) “নিজের জন্যে তোমরা যা পছন্দ করবেনা অন্যের জন্যেও তা পছন্দ করবে না।” (মিশকাত শরীফ)

অন্ধ-দুর্বল পশু দ্বারা কুরবাণী দিলে কুরবাণী হয় না। অথচ কুরবাণী ওয়াজিব। তাহলে যে যাকাত ফরজ সেটা কি খারাপ জিনিস দিয়ে আদায় করলে আদায় হবে?? কখনই না। বরং নিকৃষ্ট মাল দিয়ে যাকাত আদায় করলে সেটা যাকাতকে অবজ্ঞা বা ইহানত করার সামিল হবে। ফতওয়া হচ্ছে: যে কোন সুন্নতকে অবজ্ঞা করাই কুফরী। তাহলে ফরজ মানে যাকাত-কে যদি অবজ্ঞা করে তবে তবে তা কত বড় কুফরী হবে???

তাই লোক দেখানোর আশায় অধিক লোককে যাকাত দেয়ার জন্য যারা এ নিম্নমানের কাপড় ক্রয় করে যাকাত দিবেন, তারা যাকাত আদায় হওয়া তো দূরের কথা, উল্টো ফরজ আমল যাকাতকে অবজ্ঞা করার জন্য কঠিন গুনাহে গুনাহগার হবেন।

‌এখানে যাকাতের কাপড় পাওয়া যায়..........

আচ্ছা যাকাতের কাপড়টা আবার কি রে ভাই??

তার মানে কি কাপড় দুই ধরনের হয়? পড়ার কাপড় আর যাকাতের কাপড়??

যে কাপড়ের দাম দুই-চার-পাচ হাজার টাকা সেই কাপড়কে বলে পড়ার কাপড়,
আর যেই কাপড়ের দাম দেড়-দুইশ' টাকা সেই কাপড়কে বলা হয় যাকাতের কাপড়।

যে কাপড় দুই-চার বছর পড়া যায় সেই কাপড়কে বলে পড়ার কাপড়,
আর যে কাপড় এক ধোয়া দেয়ার পর আর পড়া যায় না তাকে বলা হয় যাকাতের কাপড়।

অর্থাৎ যাকাতের কাপড় এমন এক কাপড় যা যাকাতদাতা ব্যক্তি নিজের জন্য পছন্দ করে না, কিন্তু আল্লাহ'র রাস্তায় দান করার সময় পছন্দ করে। (নাউযুবিল্লাহ)

অথচ পবিত্র কুরআন ও হাদীস শরীফে আছে:
১) "তোমরা কখনই নেকী, কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই পূর্ণ খবর রাখেন। " ( সূরা আলে ইমরান: আয়াত শরীফ ৯২)
২) "তোমাদের কেউই পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।" (বুখারী শরীফ, মুসলিম শরীফ)।
৩) “নিজের জন্যে তোমরা যা পছন্দ করবেনা অন্যের জন্যেও তা পছন্দ করবে না।” (মিশকাত শরীফ)

অন্ধ-দুর্বল পশু দ্বারা কুরবাণী দিলে কুরবাণী হয় না। অথচ কুরবাণী ওয়াজিব। তাহলে যে যাকাত ফরজ সেটা কি খারাপ জিনিস দিয়ে আদায় করলে আদায় হবে?? কখনই না। বরং নিকৃষ্ট মাল দিয়ে যাকাত আদায় করলে সেটা যাকাতকে অবজ্ঞা বা ইহানত করার সামিল হবে। ফতওয়া হচ্ছে: যে কোন সুন্নতকে অবজ্ঞা করাই কুফরী। তাহলে ফরজ মানে যাকাত-কে যদি অবজ্ঞা করে তবে তবে তা কত বড় কুফরী হবে???

তাই লোক দেখানোর আশায় অধিক লোককে যাকাত দেয়ার জন্য যারা এ নিম্নমানের কাপড় ক্রয় করে যাকাত দিবেন, তারা যাকাত আদায় হওয়া তো দূরের কথা, উল্টো ফরজ আমল যাকাতকে অবজ্ঞা করার জন্য কঠিন গুনাহে গুনাহগার হবেন।

No comments:

Post a Comment