Wednesday, April 15, 2015

বিনোদন আমার ধর্ম




বিনোদন আমার ধর্ম
----------------------------
“…ওরা ওদের ধর্মকে বানিয়েছিল
বিনোদন আর তামাশার বস্তু। দুনিয়ার
জীবন ওদের করেছিল প্রতারিত।
যেভাবে ওরা আজকের দিনটির
সাক্ষাতকে ভুলে গিয়েছিল, যেভাবে
ওরা আমার আয়াতকে অস্বীকার
করেছিল, আজ আমিও সেভাবে ওদের
ভুলে যাব।” [সূরাহ আল-আ‘রাফ, ৭:৫১]
► ব্যাখ্যা:
এই আয়াতে আল্লাহ কিয়ামাহর দিনের
একটি ভয়াবহ দৃশ্য আমাদের চোখের
সামনে তুলে ধরেছেন। সেইসাথে কারা
এই ভয়ংকর পরিণতির মুখোমুখি হবে
তাদের পরিচয়ও তুলে ধরেছেন।
আজ আমাদের চারপাশে অধিকাংশ
লোকই দীনবিমুখ। শুধু যে দীনবিমুখ, তাই নয়
—অনেকে দীন নিয়ে বিদ্রুপ করেন,
ধর্মপালনকে স্রেফ আচার-প্রথা বৈ অন্য
কিছু মনে করেন না। ক্ষণস্থায়ী পার্থিব
জীবনের ধোঁকায় পড়ে চিরস্থায়ী
পরকালীন জীবনকে ভুলে গেছেন তারা।
ভুলে গেছেন চিরস্থায়ী শান্তির নীড়
জান্নাহর কথা।
[১] তারা ভুলে গেছেন,
কারণ তারা আসলে অগোচরে আল্লাহর
কিতাবকেই অস্বীকার করেন।
[২] তারা নিজেরাই তাদের একটি স্বতন্ত্র
লাইফ-স্টাইল বা দীন তৈরি করে
নিয়েছেন। যেহেতু তাদের মধ্যে
পরকালের চিন্তা বা ভয় নেই তাই তাদের
এই দীনে রয়েছে ইচ্ছেমতো সংযোজন
বিয়োজনের স্বেচ্ছাচার। ইসলামের কিছু
বিধিবিধান যদি তারা পালন করেনও,
সেটা করেন তাদের নিজেদের
খেয়ালখুশি মতো। ইসলামিক
বিধিবিধানের যে অংশ তাদের মনমতো
হয় সেটা লুফে নেন, যেটা হয় না সেটা
ফেলে দেন।
[৩] যেভাবে এই লোকগুলো আল্লাহর
বিধানকে ভুলে গিয়েছিল, পরকালকে
ভুলে গিয়েছিল, আল্লাহও কিয়ামাহর দিন
সেভাবে তাদের ভুলে যাবেন।
[৪] স্রষ্টা তার নিজ সৃষ্টির একটি অংশকে
সেদিন ভুলে যাবেন—মানুষ হিসেবে এর
চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় বেইজ্জতি
আর কিছু হয় না।
পরকাল, পুনরুত্থান, বিচারদিবস—এ ধরনের
বিষয়গুলোতে অস্বীকার কিংবা সন্দেহ
করার মাধ্যমে মানুষ মূলত তার নিজের
স্বল্প জ্ঞানেরই পরিচয় দেয়। এসব বর্ণনা
তাদের তাজ্জব করে দেয়। কিন্তু
প্রকৃতপক্ষে মানুষের জ্ঞানের পরিসর
যতটা সংকীর্ণ, জগত ও জীবনের
সম্ভাবনাগুলো ততটা সংকীর্ণ নয়।
রেফারেন্স
[১] তাফসীর জালালাইন, পৃ. ৩৯৫।
[২] ফী জ়িলাল আল-কুরআন, পৃ. ৮০।
[৩] তাফসীর আহসান আল-বায়ান, পৃ. ২৭৫।
[৪] তাফসীর ইব্ন কাসীর, পৃ. ৭২।

No comments:

Post a Comment