Tuesday, May 5, 2015

জান্নাতি নারী কারা?




জান্নাতি নারী কারা?
ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী পুরুষদের সংবাদ দিবো না? নবী জান্নাতি, সত্যবাদী জান্নাতি, শহিদ জান্নাতি, নবজাতক শিশু জান্নাতি, একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশে দ্বীনি ভাইয়ের সাক্ষাৎকারী জান্নাতি। আর ঐ সব স্ত্রীগন হচ্ছে জান্নাতের অধিবাসী যারা বন্ধুভাবাপন্ন, স্নেহপরায়ণ, বেশি বেশি সন্তান প্রসবকারিণী, স্বামীর প্রতি বারংবার গভীর প্রেম বিনিময়কারিনি। কোন সময় স্বামী রাগান্বিত হলে, স্বামীর হাতে হাত রেখে বলে, আমি আপনার সন্তুষ্টি অর্জন না করা পর্যন্ত কোন খাদ্যের স্বাদ আস্বাদন করবো না। (সিলসিলাহ সহিহাহ)

No comments:

Post a Comment