Saturday, May 23, 2015

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, .




আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
.
তিনটি কাজ মানুষকে রক্ষা করে, আর তিনটি কাজ মানুষকে ধংস করে।
রক্ষাকারী কাজ তিনটি হচ্ছেঃ
১/ প্রকাশ্য ও গোপনে আল্লাহ্‌কে ভয় করা
২/ সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হোক কথা বলা এবং
৩/ সচ্ছলতা ও অস্বচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা।
.
আর ধ্বংসকারী কাজ তিনটি হচ্ছেঃ
১/ প্রভ্রিত্তির অনুশরন করা (মনের ইচ্ছামত কাজ করা)
২/ কৃপণতাকে মেনে নেয়া এবং
৩/ আত্তহংকার করা। আর এটিই সবচেয়ে কঠিন।
.
(হাদিসঃ বাইহাকি, মেশকাত হা/৫১২২)

No comments:

Post a Comment