Thursday, May 21, 2015

মানুষকে দৈনিক ৫ বার হুশিয়ার করে ‘কবর’।




মানুষকে দৈনিক ৫ বার হুশিয়ার করে ‘কবর’।
-----------------------------------------------------------
১।
হে বনী আদম!
আজ আমার পিঠের উপর দিয়ে তুমি চলাফেরা করছ, অথচ একদিন
তোমাকে আমার উদরে আসতে হবে।
২। হে বনী আদম! আমার পিঠের উপর তুমি
সুস্বাদু খাবার খাচ্ছো, অথচ একদিন আমার
উদরে পোকা- মাকড় কীট-পতঙ্গ তোমাকেই খাবে।
৩। হে বনী আদম! আমার পিঠের উপরেই
তুমি আজ হাসাহাসি করছ, অথচ কিছুদিন
পরেই আমার উদরে তুমি ভীষণ কাঁদবে।
৪। হে বনী আদম! আমার পিঠের উপর তুমি
দারুণ আনন্দিত, অথচ কিছুদিন পরেই আমার
উদরেতুমি দুঃখে জর্জরিত হবে।
৫। হে বনী আদম! আমার পিঠের উপর তুমি
নির্দ্বিধায় পাপাচার করছো, অথচ সত্বর্ই
তোমাকে আমার উদরে শাস্তি প্রদান
করা হবে।

No comments:

Post a Comment