Thursday, May 21, 2015

শুধু পরিচিতজনকেই সালাম দেয়া কিয়ামতের আরেকটি আলামত।




আসসালামু আলাইকুম
শুধু পরিচিতজনকেই সালাম দেয়া কিয়ামতের আরেকটি আলামত। 
আব্দুল্লাহ্ বিন্ মাস’ঊদ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সাঃ) ইরশাদ করেনঃ 
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُّسَلِّمَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ ، لاَ يُسَلِّمُ عَلَيْهِ إِلاَّ لِلْمَعْرِفَةِ 
অর্থাৎ কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে একে অপরকে সালাম দিবে শুধুমাত্র পরিচয়ের ভিত্তিতেই। (আহমদ ৫/৩২৬) 
অন্য বর্ণনায় রয়েছে,
إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ تَسْلِيْمَ الْخَاصَّةِ
অর্থাৎ কিয়ামতের পূর্বক্ষণে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকেই সালাম দেয়া হবে। (আহমদ ৫/৩৩৩)

No comments:

Post a Comment