আসসালামু আলাইকুম
কলব পরিষ্কারের নাম দিয়ে উচ্চস্বরে জিকিরকারীদের উদ্দেশ্যে কিছু কথা-
*সাহাবাগন(রা) একবার নবী(সাঃ) কে বললেন,হে আল্লাহর রাসুল(সাঃ) আমাদের রব কি আমাদের নিকটে ফলে আমরা তাকে গোপনে ডাকব? নাকি দূরে যার ফলে উচ্চস্বরে ডাকব?আল্লাহপাক তখন নিম্নের আয়াতটি নাজিল করেন,{জামিউল উসুল ফী আহাদিসির রাসুল (সাঃ) ২/২৪}
>যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞেস করে আমার অবস্থান সম্পর্কে,বল, আমি তাদের অতি সন্নিকটে রয়েছি। যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তখন আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই।(সুরা আল-বাকারাঃ১৮৬)
>আবু মুসা আশ'আরি (রাঃ) থেকে বর্নিত,তিনি বলেন, আমরা রাসুল (সাঃ) এর সাথে সফরে ছিলাম। যখন আমরা কোন উচ্চ ভূমিতে উঠতাম তখন, তাকবীর(আল্লাহু আকবর) বলতাম। তখন রাসুল (সাঃ) বললেন, তোমরা নিজেদের নফসকে আরাম দাও। কেননা তোমরা কোন বধির,অনুপস্থিতকে আহ্বান করছ না। বরং তোমরা আহ্বান করছ সর্বশ্রোতা,সর্ব দ্রষ্টা মহানআল্লাহ রাব্বুল আলামীনকে।(সহীহ আল বুখারীঃ২২/৩৮৫)
আল্লাহপাক অন্যত্র বলেন,"তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সাথে এবং গোপনে আহ্বান কর, তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না"(সুরা আল-আ'রাফঃ৫৫)
রাসুল (সাঃ) বলেন,"তোমরা যে আল্লাহকে ডাকছ তিনি তোমাদের ঘারের রগ থেকেও নিকটবর্তি"(মুসনাদে আহমদঃ৪০/৯১)
আমরা উপরিক্ত আয়াত এবং রাসূল (সাঃ) এর পবিত্র হাদিস থেকে জানতে পারলাম যে জিকিরের আদব হচ্ছে চুপি চুপি,নিম্নস্বরে ,বিনয়ের সাথে,আদবের সাথে।তাহলে কে এই অধিকার দিলো কলব সাফের নাম করে, রাসুল(সাঃ) এর নির্দেশকে অমান্য করে,সাহাবায়ে কেরাম (রাঃ) দের অনুসৃত পথকে তোয়াক্কা না করে নিজ থেকে শরিয়তে নতুন নিয়ম প্রচলন করে উচ্চস্বরে জিকির করার?কে অধিকার দিল পীর সাহেবকে এবং তার মুরিদদেরকে "হুউ হুউ - হাক্কু হাক্কু, উহহ উহহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু" এভাবে উচ্চস্বরে জিকির করার!!?
আল্লাহপাক বলেন,"যে বেক্তি হক প্রকাশের পরে রাসূলের বিরধিতা করে এবং মুমিন(সাহাবাদের ) দের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরন করে, আমি তাকে সেই পথে পরিচালিত করবো যে পথে(গোমরাহীর) সে-ই পরিচালিত হতে চায়। আর অবশেষে তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করাবো। কত মন্দ-ইনা সে পূর্বাভাস।(সুরা আন-নিসাঃ১১৫)
>যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞেস করে আমার অবস্থান সম্পর্কে,বল, আমি তাদের অতি সন্নিকটে রয়েছি। যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তখন আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই।(সুরা আল-বাকারাঃ১৮৬)
>আবু মুসা আশ'আরি (রাঃ) থেকে বর্নিত,তিনি বলেন, আমরা রাসুল (সাঃ) এর সাথে সফরে ছিলাম। যখন আমরা কোন উচ্চ ভূমিতে উঠতাম তখন, তাকবীর(আল্লাহু আকবর) বলতাম। তখন রাসুল (সাঃ) বললেন, তোমরা নিজেদের নফসকে আরাম দাও। কেননা তোমরা কোন বধির,অনুপস্থিতকে আহ্বান করছ না। বরং তোমরা আহ্বান করছ সর্বশ্রোতা,সর্ব দ্রষ্টা মহানআল্লাহ রাব্বুল আলামীনকে।(সহীহ আল বুখারীঃ২২/৩৮৫)
আল্লাহপাক অন্যত্র বলেন,"তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সাথে এবং গোপনে আহ্বান কর, তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না"(সুরা আল-আ'রাফঃ৫৫)
রাসুল (সাঃ) বলেন,"তোমরা যে আল্লাহকে ডাকছ তিনি তোমাদের ঘারের রগ থেকেও নিকটবর্তি"(মুসনাদে আহমদঃ৪০/৯১)
আমরা উপরিক্ত আয়াত এবং রাসূল (সাঃ) এর পবিত্র হাদিস থেকে জানতে পারলাম যে জিকিরের আদব হচ্ছে চুপি চুপি,নিম্নস্বরে ,বিনয়ের সাথে,আদবের সাথে।তাহলে কে এই অধিকার দিলো কলব সাফের নাম করে, রাসুল(সাঃ) এর নির্দেশকে অমান্য করে,সাহাবায়ে কেরাম (রাঃ) দের অনুসৃত পথকে তোয়াক্কা না করে নিজ থেকে শরিয়তে নতুন নিয়ম প্রচলন করে উচ্চস্বরে জিকির করার?কে অধিকার দিল পীর সাহেবকে এবং তার মুরিদদেরকে "হুউ হুউ - হাক্কু হাক্কু, উহহ উহহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু" এভাবে উচ্চস্বরে জিকির করার!!?
আল্লাহপাক বলেন,"যে বেক্তি হক প্রকাশের পরে রাসূলের বিরধিতা করে এবং মুমিন(সাহাবাদের ) দের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরন করে, আমি তাকে সেই পথে পরিচালিত করবো যে পথে(গোমরাহীর) সে-ই পরিচালিত হতে চায়। আর অবশেষে তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করাবো। কত মন্দ-ইনা সে পূর্বাভাস।(সুরা আন-নিসাঃ১১৫)
-------
আলহামদুলিল্লাহ্
উপরে দলীল দিয়ে আলোচনা করা হল
আলহামদুলিল্লাহ্
উপরে দলীল দিয়ে আলোচনা করা হল
No comments:
Post a Comment