Tuesday, May 5, 2015

পুরুষদের মাঝে অনেকেই আছেন –




পুরুষদের মাঝে অনেকেই আছেন –
নামায রোযা ও অন্যান্য ইবাদতের ব্যপারে তারা অগ্রগামী, বাইরের লোকদের সাথে খুব সাধু, মানুষের মাঝে নিজদের সুনাম ধরে রাখার জন্য, নিজের নাম ভালো রাখার জন্য সদা ততপর – কিন্তু ঘরে আসলে তাদের মুখোশ খুলে ‘আসল চেহারা’ বেরিয়ে আসে! পুরুষদের অনেকেই নিজ ঘরের মানুষদের সাথেই ভালো আচরণ করেনা, তাদের হক্ক ঠিকমতো আদায় করেনা – যদিও বাইরের মানুষেরা তাকে ভালো, সদাচরণকারী ও পরোপকারী বলেই জানে। আশচর্যের ব্যপার হচ্ছে, বাইরের মানুষের কাছে যেই লোকটি সবচেয়ে ভালো, তার নিজের স্ত্রীর কাছে সেই লোকটি সবচাইতে খারাপ। বিবাহিত ভাইদের অনেকে নিজদের স্ত্রী ও সন্তানদের সাথেও ভালো আচরণ করেন না, অনেকে নিজদের স্ত্রীদেরকে মানুষই মনে করেন না, তাদের একটু ভুল-ত্রুটি দেখতে পেলেই তেলে-বেগুনে জ্বলে উঠেন। নিঃসন্দেহে এইটা মারাত্বক রকমের ভুল ও চরিত্রের সাংঘাতিক ত্রুটি যা একজন অনেক ইবাদতকারী বান্দাকেও খুব সহজেই জাহান্নামের অতল গহবরে প্রবেশ করিয়ে দিতে পারে। ভুল হতেই পারে। আবার রাগ ও উঠবে, তখন ধৈর্য ধরতে হবে। শুধু নিজের সব ঠিক- ঠাক- পাচ্ছেন কিনা সেদিকে খেয়াল না করে স্ত্রীর ভাল লাগা মন্দ লাগা সুবিধা-অসুবিধার দিকেও একটু খেয়াল করুন।
ভাইরা এরকম আচরন করা থেকে সরে আসুন। নিজের স্ত্রীর কাছে উত্তম হওয়ার চেষ্টা করুন। রসুল(সঃ) বলেছেন- তোমাদের মাঝে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।' (তিরমিজি ১১৬২)

No comments:

Post a Comment