Thursday, May 21, 2015

=======জুমুয়ার সালাত=========




আসসালামু আলাইকুম স্মমানিত মুসলিম ভাই ও বোনেরা ২টি মিনিট
=======জুমুয়ার সালাত=========
আল্লাহ তা,য়ালা বলেন
হে ঈমানদারগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহবান করা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ছুটে আশ আর ব্যবসা বাণিজ্য পরিহার কর ইহাই তোমাদের জন্য উওম যদি তোমরা অবগত হতে সূরা জুমু,আ ৯
আবু হুরাইরা[রা]থেকে বর্ণিত নবী[সা] বলেছেন সৃর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে সর্বোওম দিন হলো জুমুয়ার দিন এদিনে আদম [আ] কে সৃষ্টি করা হয়েছে এ দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করা হয়েছে ও এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে আর জুমার দিন ছাড়া অন্য কোন দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে না
মুসলিম হাঃনং ৮৫৪
আবুল জা,আদ[রা]থেকে বর্ণিত তিনি বলেন রাসৃলুল্লাহ [সা] বলেছেন যে ব্যঔি অলসতা করে তিনটি জুমা ত্যাগ করবে আল্লাহ তাঁর অন্তরে মোহর মেরে দিবেন
হাদিসটি হাসান সহিহ আবু,দাউদ
হাঃনং ১০৫২ তিরমিযি হাঃনং ৫০০
শব্দ তারই
আবু হুনাইরা{রা} থেকে বর্ণিত রাসৃল[সা] বলেছেন যে ব্যঔি জুমার দিন জানাবতের গোসল করলো অত,পর মজজিদে গেল সে যেন একটি উট কুরবানি করল আর যে ব্যঔ দিতীয় মূহূর্তে গেল সে যেন একটি গরু করবাণি করলো আর যে তৃতীয় মূহূর্তে গেল সে যেন একটি শিংওয়ালা দুম্বা করবানি করল আর যে চতুর্থ মূহূর্তে গেল সে যেন একটি মরগি করবানি করল আর যে ব্যঔি পঞ্চম মূহূর্তে গেলল সে যেন একটি ডিম কুরবানি করল অতপর যখন ঈমাম সাহেব বের হয়ে আসেন তখন ফেরেশতাগণ জিকির শুনতে থাকেন
বুখারী হাঃনং৮৮১ও মুসলিম হাঃনং৮৫০
আওস ইবনে আওস শাকাফী(রা) থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসৃল [সা] কে বলতে শুনিছি যে ব্যঔি জুমার দিন তাঁর বিবিকে গোসল করালো ও নিজে গোসল করলো অত,পর অন্যকে জলদি করালো ও নিজেও সকাল সকাল পায়ে হেঁটে মজজিদে গেল এবং ইমামের নিকটে বসলো ও কোন অনর্থক কাজ না করে ইমামের খুৎবা শুনলো তার প্রতিটি চলার পদের সওয়াব রোজা ও তাহাজ্জুদ স্মমিলিত এক বছরের সমান নেকি বরাবর হবে
হাদিসটি সহিহ আবু দাউদ হাঃ ৩৪৫
ইবনে মাজাহ হাঃ নং ১০৮৭
মহান আল্লাহ আমাদেরকে এগুলো
আমল করার তাওফিক দিন আমীন

No comments:

Post a Comment