Monday, June 8, 2015

সিয়ামের নিয়ত করবেন যেভাবে-



সিয়ামের নিয়ত করবেন যেভাবে-
‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : যে ফজরের পূর্বে সিয়ামের(ফরজ সিয়াম) নিয়ত বাধে না, তার কোন সিয়াম নেই।(সহিহ আবুদাউদ-২১৪৩)
নিয়ত করতে হয়, পড়তে হয়না, নিয়ত হয় অন্তর থেকে অর্থাৎ আপনি সিয়াম পালন করবেন বলে মনে মনে সিদ্ধান্ত নেওয়াটাই হলো নিয়ত, মুখে উচ্চারণ করে সিয়ামের নিয়ত করার কোন প্রমাণ শরীয়তে নেই। অর্থাৎ রাতের বেলাই আপনি সিদ্ধান্ত নিবেন যে, আগামিকাল আমি সিয়াম পালন করবো তাহলেই নিয়ত হয়ে যাবে কিংবা রমজানের পুরো মাসের রোযার নিয়ত একবার করে নিলেই চলবে অর্থাৎ প্রথম রাতেই এই সিদ্ধান্ত বা নিয়তে উপনীত হলেন যে, আমি পুরো মাসের সিয়াম পালন করবো তাহলেই আপনার পুরো মাসের নিয়ত হয়ে গেলো অবশ্য অসুস্থতার কারণে, সফরের কারণে সিয়াম ভাঙ্গতে বাধ্য হলে আবার যখন সিয়াম পালন করবেন তখন আবার নতুন করে নিয়ত করতে হবে। অবশ্যই অন্তরে নিয়ত করবেন কেননা সমস্ত আমলই নিয়তের উপর নির্ভর করে (বুখারি), সুতরাং নিয়ত করা জরুরি কিন্তু মুখে উচ্চারণ করে নাওয়াইতুয়ান আসুমা গাদম------------এই ধরনের বাক্য বলার শরীয়তে কোন প্রমাণ নেই তাই উচ্চারণ করে নিয়ত পড়া বিদআত। সহজ কথায়, মনে মনে সিয়াম পালনের সংকল্প করলেই নিয়ত হয়ে গেলো আর নিয়ত হয় বলেই আপনি সেহরি খাওয়ার জন্য উঠেন, নিয়ত না হলে তোঁ আর উঠতেন না।

No comments:

Post a Comment