Saturday, June 27, 2015

Hadith from Tirmidhi




উম্মে হাবীবা (রাঃ) বলেনঃ রাসুল (ছাঃ) কে বলতে শুনেছি,
'' যে বেক্তি যোহরের পূর্বে চার রাকআত সালাতের হিফাজত করলো, আল্লাহ্‌ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। ''
(আহমাদ, তিরমিযী, আবু দাঊদ, ইবনে মাজাহ,হাদিস সহিহ। মিশকাত ১০৯৯)
:::
আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসুল (ছাঃ) বলেছেন,
'' যে বেক্তি যোহরের পূর্বে চার রাকআত সালাত আদায় করবে আল্লাহ্‌ তার উপর রহমত বর্ষণ করবেন। ''
অন্য এক বর্ণনায় 'আসরের পূর্বে দুই রাকআত সালাতের কথাও আছে।'
(আহমাদ, তিরমিযী, আবু দাঊদ,মিশকাত)
-শেয়ার করে আপনার মুসলিম ভাইবোনকে জানিয়ে দিন।
আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসুল (ছাঃ)কে বলতে শুনেছি,
''আল্লাহ্‌ তাআলা ঐ বেক্তির মুখমণ্ডল উজ্জ্বল করুণ, যেই বেক্তি আমার কোন হাদিস শোনে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবে অপরের নিকট পৌঁছে দেয়।কেননা অনেকসময় যার নিকট পৌঁছান হয়,সে বেক্তি শ্রোতা অপেক্ষা বেশী জ্ঞেনি হয়।''
(তিরমিজী, ইবনে মাজাহ, দারেমী,সহিহ, মিশকাত হা/২১৬ ইলম অধ্যায়)

No comments:

Post a Comment