Saturday, October 17, 2015

সহীহ বুখারী: 1117




অসুস্থ ব্যক্তি বসে সালাত আদায় করতে না পারলে
কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে।
_______________
ইমরান ইব্‌নু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমার অর্শ রোগ ছিল। তাই আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেনঃ দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাঁতে সামর্থ না হলে বসে, যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে। সহিহ বুখারী : ১১১৭
_______________
ইমরান ইব্‌নু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি অর্শ রোগী ছিলেন, তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বসে সালাত আদায়কারীর ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ
_______________
যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করল সে উত্তম আর যে ব্যক্তি বসে সালাত আদায় করল তার জন্য দাঁড়ান ব্যক্তির অর্ধেক সওয়াব আর যে শুয়ে আদায় করল, তার জন্যে বসে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব। সহিহ বুখারী : ১১১৬



No comments:

Post a Comment