আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত।
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
_____________
যে ব্যাক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যা করে, সে জাহান্নামের আশুনে পুড়বে, চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরুপভাবে লাফিয়ে পড়তে থাকবে।
_____________
যে ব্যাক্তি বিষপান করে আত্নহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যে ব্যাক্তি লোহার আঘাতে আত্নহত্যা করবে, জাহান্নামের আগুনের মধ্যে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তা যারা নিজের পেটে আঘাত করতে থাকবে।
_____________
গ্রন্থের নামঃ সহীহ বুখারী (ইফাঃ) অধ্যায়ঃ ৬৩/ চিকিৎসা, হাদিস নম্বরঃ [5363] পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন।
No comments:
Post a Comment