Sunday, October 18, 2015

সহীহ বুখারী




আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। 
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
______________
যদি কোন পুরুষ তার স্ত্রীকে তার সাথে একই বিছানায় শোয়ার জন্য ডাকে, আর তার স্ত্রী অস্বীকার করে, তবে সকাল পর্যন্ত ফেরেশতারা ঐ মহিলার ওপর লা’নত বর্ষণ করতে থাকে। 
______________
গ্রন্থের নামঃ সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নম্বরঃ [4814] অধ্যায়ঃ ৫৪/ বিয়ে-শাদী, পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন|
______________
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন স্ত্রী তার স্বামীর শয্যা ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করে এবং যতক্ষণ না সে তার স্বামীর শয্যায় ফিরে আসে, ততক্ষণ ফেরেশতারা তার ওপর লা’নত বর্ষণ করতে থাকে।
______________
গ্রন্থের নামঃ সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নম্বরঃ [4815] অধ্যায়ঃ ৫৪/ বিয়ে-শাদী, পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন|

No comments:

Post a Comment