Sunday, October 18, 2015

আশুরার ১ দিন সিয়াম পালনে পুরো ১ বছরের গুনাহ মাফ-




আশুরার ১ দিন সিয়াম পালনে পুরো ১ বছরের গুনাহ মাফ-
আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আল্লার রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)
আশূরার দিন রোযা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বললেন, ‘‘আমি আশা করি যে, (উক্ত রোযা) বিগত এক বছরের পাপরাশি মোচন করে দেবে।’’(আবূ দাঊদ ২৪২৫-তাওহীদ পাবলিকেশন)
মুহাররম মাসের ১০ তারিখ ইংরেজি ২৪/১০/২০১৫ শনিবার এই সিয়াম পালন করতে হবে তবে ইহুদীরাও যেহেতু এই দিনে সিয়াম পালন করে তাই রাসুল (সাঃ) তাদের সাথে বিরোধ করে আরও ১ দিন সিয়াম পালন করতে বলেছেন যাতে তাদের আমলের সাথে আমাদের আমল না মিলে তাই শুধু মুহাররমের ১০ তারিখ নয় বরং ৯ তারিখেও অর্থাৎ ২৩/১০/২০১৫ এবং
২৪/১০/২০১৫ অর্থাৎ শুক্রবার ও শনিবার এই ২ দিন সিয়াম পালন করতে হবে।আশুরার
১ দিন আগেও যেমন করা যায় তেমনি ১ দিন পরেও সিয়াম পালন করা যায়, মুল কথা হচ্ছে আশুরার দিন অর্থাৎ ১০ মুহাররম সিয়াম পালন করার পাশাপাশি তাঁর আগের দিন বা তাঁর
পরের দিন আরও ১ টা সিয়াম পালন করতে হবে তাই কেও ২৩/১০/২০১৫ এবং ২৪/১০/২০১৫ অর্থাৎ শুক্রবার ও শনিবার এই ২ দিনও সিয়াম পালন করতে পারে আবার কেও ২৪/১০/২০১৫ এবং ২৫/১০/২০১৫ অর্থাৎ শনিবার ও রবিবারও এই সিয়াম পালন করতে পারে।

No comments:

Post a Comment