Sunday, October 4, 2015

পানি পান করানোর গুরুত্ব।



•৷• সহীহ্ হাদিস •৷•'s photo.

পানি পান করানোর গুরুত্ব।
__________
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
__________
একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগল। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল যে, একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে।
__________
সে ভাবল, কুকুরটারও আমার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামল এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে আসলো এবং কুকুরটিকে পানি পান করাল।
__________
আল্লাহ তা‘আলা তার আমল কবূল করলেন এবং আল্লাহ তার গোনাহ মাফ করে দেন। সহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সাওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে।
__________
গ্রন্থের নামঃ সহীহ বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ৪২/ পানি সেচ, হাদিস নম্বরঃ [2363] পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন। মুসলিম ৩৯/৪১, হাঃ ২২৪৪, আহমাদ ৮৮৮৩

No comments:

Post a Comment