Thursday, February 18, 2016

সুনানু নাসাঈ : অধ্যায় ৫ :: হাদিস ৪৭২




ফজর ও আসরের সালাত আদায়ের ফজিলত জেনে নিন।আজ জানার পর থেকে জীবনে আর কখনো সালাত মিস করবেন না,আল্লাহর সাথে
ওয়াদা করুন।
মাহমূদ ইব্ন গায়লান (র) ----- উমারা ইব্ন রুওযাইবা সাকাফী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্(সঃ)-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের (ফযরের) সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের (আসরের) সালাত আদায় করবে, সে কখনও জাহান্নামে প্রবেশ করবে না।
------------------------------------------------
সুনানু নাসাঈ শরীফ :: স্বলাত বা নামাজ অধ্যায়
অধ্যায় ৫ :: হাদিস ৪৭২

No comments:

Post a Comment