Sunday, March 20, 2016

বিনা কারণে লাশের পোষ্টমোর্টেম করা জায়েয নেই।




মুসলিম ব্যক্তি জীবিত অবস্থায় যেমন সম্মানিত, মৃত্যুর পরও তেমন সম্মানিত। অতএব তার অসম্মান হয় এমন কোন কাজ তার লাশকে নিয়ে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا "মৃত্যু মানুষের হাড্ডি ভাঙ্গা জীবত মানুষের হাড্ডি ভাঙ্গার মতই।" (আবু দাউদ হা/২৭৯২ ও ইবনে মাজাহ হা/১৬০৫) শরীয়ত অনুমোদিত কাজ যেমন গোসল করানো, কাফন পরানো, জানাযা ও কবরে দাফন ব্যতীত অন্য কিছু করা যাবে না। এমনকি শিক্ষার উদ্দেশ্যেও তা করা যাবে না।
তবে শিক্ষার উদ্দেশ্যে যে সকল মানুষের সম্মান নেই যেমন মুরতাদ, হারবী কাফের প্রভৃতি মানুষের লাশ কেটে শিক্ষার কাজে ব্যবহার করা যাবে।
কিন্তু মৃত্যুর কারণ জানার জন্য উপযুক্ত ও গ্রহণযোগ্য যুক্তি থাকে শরীয়ত সম্মত দাবী থাকে তবে পোষ্টমর্টেম করা যাবে। যেমন তার মৃত্যুর কারণ ঘোলাটে- লাশটি কেটে শরীরের বিশেষ স্থান পরীক্ষা করলে তা স্পষ্ট হবে, অথবা বিশেষ কোন রোগ চেনার জন্য, বা লাশ কাটলে খুণীকে শানক্ত করা সম্ভব হবে... ইত্যাদি শরীয়ত সম্মত কারণে লাশ কাটা যাবে। (ফতোয়া শায়খ বিন বায ও সালেহ ফাওযান)

No comments:

Post a Comment