Friday, April 8, 2016

মুসনাদে আহমেদ, হাদীস নং, 18353,





'এই বাক্য গুলো হচ্ছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল'
সুবহান্নাল্লা-হি, ওয়ালহামদুলিল্লা-হি, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হু, 
ওয়াল্লা-হু আকবার, ওয়ালা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লাহ্, 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

আবু হুরায়রা, রাযিয়াল্লা-হু আনহুম, থেকে বর্ণিত, তিনি বলেন, একদা 
রাসূলুল্লাহ্, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে এসে বললেনঃ 
তোমরা আত্মরক্ষার জন্য ঢাল গ্রহণ করো।
আমরা জিজ্ঞাসা করলাম, হে' আল্লাহ্‌র রাসূল! কোন দুশমন উপস্থিত হয়েছে কি? তিনি রাসূলুল্লাহ্, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল নিয়ে নাও। তোমরা বলোঃ সুবহান্নাল্লা-হি, ওয়ালহামদুলিল্লা-হি, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়ালা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লাহ্, 
কেননা কিয়ামতের দিন এগুলো তার পাঠকের সামনে পিছনে ডান ও বাম দিক থেকে আসবে, তার জন্য নাজাতকারী হবে। এগুলোই তার অবশিষ্ট নেক আমল হিসেবে রয়ে যাবে।
মুসনাদে আহমেদ, হাদীস নং, 18353,
মুসতাদরাক লিল হাকিম, হাদীস নং,1985
বায়হাকী শু'আবুল ঈমান, হাদীস নং, 598,
সহীহ্ আত্ তাগরীব লিল আলবানী, হাদীস নং, 1567,
তাহ্কীক, শু'আইব আরনাউত্ব, সহীহ্ লিগাইরিহী।
ইমাম হাকিম বলেন, এই হাদীস মুসলিমের শর্তে সহীহ্। 
তাহ্কীক আলবানী, হাসান সহীহ্।

No comments:

Post a Comment