Friday, August 19, 2016

দাড়ি রাখা ফরজঃ




আসসালামুআলাইকুম।
দাড়ি রাখা ফরজঃ
=============
দাড়ি রাখা সম্পর্কে আমাদের দেশে একটি ভ্রান্ত ধারণা আছে, আর সেটি হলো-
-'দাড়ি রাখা সুন্নত; অতএব দাড়ি রাখলে ভাল আর না রাখলে তেমন কোন সমস্যা নেই, একটা সুন্নত পালন করা হল না এই আর কি।'
জেনে রাখুন, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা।

মহান আল্লাহ বলেন-
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 
-আর রাসূল তোমাদের যাহা দেন তা গ্রহন কর এবং যাহা নিষেধ করেন তা থেকে বিরত থাক এবং আল্লাহকেই ভয় কর নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।
[আল-হাশর, ৫৯/৭]

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, 
أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى
-তোমরা গোঁফ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর । [সহিহ মুসলিম হা/৪৮৮]

উপরোক্ত কোরআনের আয়াতটিতে মহান রব্বুল ‘আলামিন রাসূল ﷺ যা দিয়েছেন আমরা যদি তা পালন না করি তাহলে কঠোর শাস্তির প্রদানের কথা বলেছেন। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, দাড়ি লম্বা করতে এবং এটি রাসুলের আদেশ যা আল্লাহর আদেশের মতোই মানা অবশ্যই ফরয, অতএব দাড়ি রাখা ফরয।
.
সুতরাং আল্লাহর রাসুল ﷺ এর নিষেধ সত্বেও যারা প্রতিনিয়ত দাড়ী মুন্ডন করেই চলেছেন, করেই চলেছেন, করেই চলেছেন... তারা হয়তো জানেন না যে আপনি ২৪ ঘন্টাই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছেন! কারন আপনি আল্লাহর রাসুল ﷺ এর এমন একটি নিষেধকে অবজ্ঞা করলেন যার ফলাফল আপনার মুখে ২৪ ঘন্টাই বিদ্যমান থাকছে।
-
আপনি কি মনে করছেন যে বুড়ো হওয়ার আগে আপনি মারা যাবেন না। একটু চিন্তা করুন, আপনি যদি এই মুহুর্তে মারা যান অথবা কাল সকালে মারা যান অথবা মারা যান পড়শু বিকালে... তবে কেয়ামতের দিন আপনি যখন দাড়ি বিহীন অবস্থায় উঠবেন, তখন কি জবাব দিবেন আল্লাহর কাছে যখন তিনি জানতে চাইবেন,
-আমার রাসুল দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছিলো, তুমি কেন সেই নিষেধ
শুনলে না?
-
সুতরাং আর দেরী না করে আজই তাওবা করুন; এখনই তাওবা করুন। নতুবা কেয়ামতের দিন আল্লাহর কঠোর শাস্তির জন্য অপেক্ষা করুন।

No comments:

Post a Comment