Thursday, September 1, 2016

নামাজে টুপি পরা কি জরুরি???





শাইখ আব্দুল আজীজ বিন বায (রহ) কে জিজ্ঞাস করা হয়েছিলঃ 
একজন ইমাম মুসল্লীদের ইমামতি করছেন এবং তিনি মাথায় কোন কিছু (টুপি) পড়েননি। এক্ষেত্রে বিধান কি ? 
--------------------------------------------------------------
এতে কোন সমস্যা নেই, কারন পুরুষের মাথা আওরাহ এর অন্তর্ভুক্ত নয়, বরং ছালাত আদায়ের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হল উপর এবং নীচের পোষাক। 
কারন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, 
'তোমাদের মধ্যে কেউ যেন একটি মাত্র পোষাকে ছালাত আদায় না করে যার কোন অংশ কাঁধের উপর না থাকে।' (মুসনাদ আবী ইয়ালা ৬২৬২; সুনান বায়হাক্বী ৩২০৩; ছহীহুল জামে ৭৭২৬)।

কিন্তু তিনি যদি পূর্ণরুপে তার পোষাক এবং সজ্জা গ্রহন করেন তবে সেটা উত্তম,
কারন আল্লাহ বলেছেন,
'হে আদম সন্তানগণ ! প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ গ্রহণ কর'। 
(সুরা আরাফ ৩১)

কিন্তু তিনি যদি এমন একটি দেশে অবস্থান করেন যেখানে মাথা ঢাকাটা প্রথাগত নিয়ম নয়, সেখানে খালি মাথায় থাকাতে কোন সমস্যা নেই। 
(মাজমু ফাতওয়া শাইখ বিন বায ১০/৪০৫, ৪০৬)

একজন ইমামের যদি খালি মাথায় ছালাত আদায়ে কোন সমস্যা না থাকে তাহলে একজন মুসল্লীর ক্ষেত্রে সমস্যার কারন কি ?
অনেকের কাছে টুপি পড়াটা অত্যন্ত জরুরী একটি বিষয়, কিন্তু টাখুনের নীচে কাপড় ঝুলিয়ে ছালাত কোন বিষয়ই নয় ! অথচ সহি হাদিসে আছে, “লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত হবে।” (বুখারী)
যে ব্যক্তি গর্বভরে নিজের পোশাক ভুলুন্ঠিত করে পরিধান করে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না” (সহীহ বুখারী ৩/১৩৪০; সহীহ মুসলিম ৩/১৬৫১)

No comments:

Post a Comment