Friday, September 23, 2016

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ




রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
কোন ব্যক্তি যদি তাঁর স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তা অমান্য করে তাহলে স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ্‌ ঐ স্ত্রীর প্রতি রাগান্বিত থাকেন। (মুত্তাফাক আলাইহ, মিশকাত ৩২৪৬, বাংলা মিশকাত ৩১০৮)
:
অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে, স্বামীর আদেশ তাৎক্ষণিকভাবে পালন করা এবং সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট রাখা আদর্শ নারীদের বৈশিষ্ট্য ... ।
:
আনাস রাঃ বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'নারী যখন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, রামাদানে সিয়াম পালন করে, লজ্জাস্থানের হেফাজত করে ও স্বামীর আনুগত্য করে, তখন সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।' (হিলইয়া, মিশকাত হা ৩২৫৪, হাদিস হাসান)

No comments:

Post a Comment