আসসালামুআলাইকুম।
★ নারীর বাহিরে বের হওয়ার ব্যাপারে শরীয়তের বিধানকি?
♣ রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন-
নারী গোপন বস্তু। (তিরমিযী) অর্থাৎ তাকে ঢেকেরাখতে হবে।
রাসুলুল্লাহ (সাঃ) বলেন-
‘মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান (গোপনীয়)। আর সেযখন বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করেতোলে।’ (তিরমিযী, মিশকাত ৩১০৯ নং)
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- দুইশ্রেণীর জাহান্নামী এখনও আমি দেখিনি। (কারণ তারা এখন নেই, ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে) এক শ্রেণী হচ্ছে ঐ সকল মানুষ, যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে।
আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে- ঐ সকল নারী, যারা হবে পোশাক পরিহিতা কিন্তু তারপরেও তারা থাকবে নগ্ন, তারা পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে; তাদের মাথা হবে উটের হেলানো কুঁজের ন্যায়।এরা জান্নাতে প্রবেশকরবে না এবং জান্নাতের সু-ঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সু-ঘ্রাণ তো এত এত দূরথেকে পাওয়া যাবে।
(মুসলিম ২/২০৫, হাদীস: ২১২৮)
আমাদের মা,বোনদেরমন মানসিকতা এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যা বলার মত না । অন্য ধর্মের মেয়েরা কিপরেছে কিভাবে চলছে তা অনুকরনের জন্য ব্যাকুল হয়ে পড়ে ।
অথচ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন-
যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে(লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে, সে তাদেরই দলভুক্ত।’ (আবূদাঊদ, মিশকাত ৪৩৪৭)
ঠিক পোশাকটি তা যেন বিপরীত লিঙ্গের পোশাকেরঅনুরূপ না হয়।
রাসুল (সাঃ) সেই নারীদেরকে অভিশাপ দিয়েছেন, যারা পুরুষদের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে।’ (আবূদাঊদ ৪০৯৭, ইবনে মাজাহ ১৯০৪ নং)
আল্লাহ্ বলেন-
তোমরা গৃহাভ্যন্তরে অবসস্থান করবে- মূর্খতা যুগেরঅনুরূপ (বেপর্দা হয়ে) নিজেদেরকে প্রদর্শন করবে না। (সূরা আহযাব- ৩৩)
মহান আল্লাহ্ বলেন-
হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্তকরতে না পারে; যেমন সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বেরকরে দিয়েছে এমতাবসস্থায় যে তাদের থেকে তাদের পোষাক খুলিয়ে দিয়েছে। যাতে করেতাদের লজ্জাসস্থান প্রকাশ হয়ে পড়ে।
(সূরা আরাফ- ২৭)
সুতরাং বুজা যায় যে ইবলিসই হল, বেপর্দাও লজ্জাহীনতার আহ্বানকারী। আর সেই হল আধুনিক নারী মুক্তি নামে আন্দোলনের সবচেয়েবড় নেতা।
তাহলে বুজা যায় শরীয়ত সম্মত পর্দা অনুযায়ীআমাদের মা, বোনদের চলতে হবে তার কোন বিকল্প নেই ।
শরীয়ত সম্মত পর্দার জন্য আবশ্যিক শর্ত সমূহ-
যেমন-১) নারী তার সমস্ত শরীর রাখবে।
২)পর্দার পোষাকটি যেন নিজেই সৌন্দর্য না হয়।
৩)পর্দার কাপড় মোটা হবে পাতলা নয়।
৪)প্রশস্ত ঢিলা-ঢালা হবে; সংকীর্ণ হবে না।
৫)আতর সুবাশ মিশ্রিত থাকবে না।
৬)কাফের নারীদের পোষাকের সাথে সদৃশপূর্ণ হবে না।
৭)পুরুষের পোষাকের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না।
৮)উক্ত পোষাক যেন মানুষের মাঝে প্রসিদ্ধ হওয়ারউদ্দেশ্যে না হয়।
আল্লাহ্! আমরা যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণেরপথে থাকতে পারি সেই তৌফীক দান করুন .
No comments:
Post a Comment