Thursday, August 24, 2017

যিলহাজ্জের চাঁদ দেখার পর করনীয় কিছু আমল কি কি?





যিলহাজ্জের চাঁদ দেখার পর করনীয় কিছু আমল কি কি?
~~~~

আজ বাংলাদেশে ১ম যিলহাজ্জ। আজ থেকেই এই মাসের ১ম ১০ দিন আমাদের যা কিছু করা উচিৎ--
🍭১. যিলহাজ্জ মাসের শুরু থেকে যারা কুরবানি করতে ইচ্ছুক তারা কুরবানির আগ পর্যন্ত চুল-নখ-লোম না কাটা। এই বিধান শুধু কুরবানিদাতার জন্য। পরিবারের অন্য সদস্যদের জন্য না।
🍭২-চাদ দেখে দুয়া পড়া---যে কোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়া একটিই। হজরত রাসূলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখলে এই দোয়া পড়তেন—
*উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমানি, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি- রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।*
*অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আল্লাহই আমার ও তোমার রব*। -জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১
🍭৩- বেশি বেশি তাকবীর পাঠ করা
*তাকবীর হোল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লালাহ*
*আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ*

🍭৪-যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনের 'আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। ইবাদাহে একাগ্রতা বাড়ানো ; নফল সালাত, সাদাকাহ, ইস্তিগফার করা, তাওবা করা, যিকর করা - আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্ বেশি বেশি পড়া, কোরআন তিলাওয়াত করা ইত্যাদি আমলে সময়কে ব্যস্ত রাখা।
আলিমরা বলেছেন: *যিলহাজ্জ মাসরে ১ম দশদিন সর্বোত্তম দিন, আর রমযান মাসের শেষ দশ রাত, সব চেয়ে উত্তম রাত।*

🍭৫. ১-৯ তারিখ অর্থাৎ ১ম থেকে নবম যিলহজ্ব পর্যন্ত রোযা রাখা। বিশেষ করে আরাফার দিনে (যে দিন হাজিরা আরাফার মাঠে থাকে ) রোযা রাখা, এতে দুই বছরের সগীরা গুনাহ মাফ হবার আশা করা যায়।
এবছর ৩১ আগস্ট আরাফার দিন।

আরাফার দিনে রাখার ফজিলতঃ 
আবু কাতাদা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেনঃ 
*আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফার দিনে রোযা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ উক্ত রোযা, গত এক বছরের এবং আগামী এক বছরের কৃত পাপরাশিকে মোচন করে দেয়।*
(সহীহ মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসাঈ ও ইবনে মাজাহ)

🔘তাই আমলে আমলে পরিপূর্ণ করুন যিলহজ্জ মাসটিকে...আল্লাহ্ চাইলে গুণার বোঝা হালকা হয়ে যাবে যদি সঠিকভাবে নিজেরা কাজে লাগাতে পারি। 
*আল্লাহ্ সবাইকে তৌফিক দিন।*
🌸🍃

No comments:

Post a Comment