Friday, September 22, 2017

সালাতে প্রচলিত ৩টি বিদ’আত-



Image may contain: text



সালাতে প্রচলিত ৩টি বিদ’আত-
১। জায়নামাজের দু’আ পড়া,
২। মুখে উচ্চারণে নিয়ত পড়া,
৩। সালাত শেষে সম্মিলিত মুনাজাত করা !
.
বিদ’আতী আমল সম্পর্কে রাসুল ﷺ বলেন,
من عمل عملا ليس عليه أمرنا فهو رد
-কোন ব্যক্তি যদি এমন কাজ করে যা আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।
.
বিদ’আত সম্পর্কে মহানবীর সতর্কবাণী করে বলেন,
إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
-নিশ্চয় সর্বত্তোম বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বত্তোম আদর্শ হচ্ছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে ( দ্বীনের মধ্যে) নব উদ্ভাবিদ এবাদত আর নব উদ্ভাবিত প্রত্যেক এবাদত হচ্ছে বিদআত এবং প্রত্যেক বিদআত হলো পথ ভ্রষ্টতা এবং প্রত্যেক পথ ভ্রষ্টতার পরিনাম হচ্ছে জাহান্নাম।
.
আল্লাহ আমাদের বিদ’আত হতে হেফাজত করুন!

No comments:

Post a Comment