Wednesday, October 25, 2017

মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা





মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা
<=====================>
👉1] ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমার কাঁধ ধরে বললেনঃ দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক। ইবনে উমার (রা) বলতেনঃ তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকাল বেলার অপেক্ষা (আশা) করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যা বেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগব্যাধির (দিনগুলোর) জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশায় মৃত্যুও জন্য প্রস্তুতি গ্রহণ করো। (বুখারী)
(মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা অধ্যায় )
📚রিয়াযুস স্বা-লিহীন :: বই ১ :: হাদিস ৫৭৪ ।
👉2] ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে মুসলিম ব্যক্তির নিকট ওসিয়াত করার মত কিছু থাকে। তা লিখে না রেখে দু'রাতও কাটানো উচিত নয়।
ইমাম বুখারী ও মুসলিম এ হাদীসটি বর্ণনা করেছেন, তবে মুল পাঠ বুখারীর। মুসলিমের বর্ণনায় রয়েছেঃ তিন রাতও কাটানো উচিত নয়। ইবনে উমার (রা) বলেন, যেদিন আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, তখন থেকে আমার এমন একটি রাতও অতিবাহিত হয়নি, যখন আমার সাথে আমার (লিখিত) ওসিয়াতনামা ছিল না।
(মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা অধ্যায় )
📚রিয়াযুস স্বা-লিহীন :: বই ১ :: হাদিস ৫৭৫ ।
👉3] আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) কয়েকটি রেখা টানলেন, তারপর বলেনঃ এটা হচ্ছে মানুষ এবং এটা তার মৃত্যু। মানুষ এভাবেই থাকা অবস্থায় নিকটবর্তী রেখা (মৃত্যু) এসে উপস্থিত হয়। (বুখারী)
(মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা অধ্যায় )
📚রিয়াযুস স্বা-লিহীন :: বই ১ :: হাদিস ৫৭৬ ।
👉4] আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(সা) বললেনঃ সাতটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা নেক কাজের দিকে সত্ত্বর অগ্রসর হওঃ (১) তোমরা কি অপেক্ষা করছো এমন দরিদ্র্যের যা অমনোযোগী (অক্ষম) করে দেয়, (২) অথবা এমন প্রাচুর্যের যা ধর্মোদ্রোহী বানায়, (৩) অথবা এরূপ রোগ-ব্যাধির যা (দৈহিক সামর্থ্যকে) তছনছ করে দেয়, (৪) অথবা এমন বৃদ্ধাবস্থার যা জ্ঞান-বুদ্ধিকে লোপ করে দেয়, (৫) অথবা এমন মৃত্যুর যা অলক্ষ্যেই উপস্থিত হয়, (৬) কিংবা দাজ্জালের, যা অপেক্ষামাণ নিকৃষ্ট অনুপস্থিত বস্তু, (৭) অথবা কিয়ামাতের যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্ত।
ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি হাসান হাদীস।
(মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা অধ্যায় )
📚রিয়াযুস স্বা-লিহীন :: বই ১ :: হাদিস ৫৭৮ ।
👉5] আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা (দুনিয়ার) স্বাদ-আহলাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।
(মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাংখা কম করা অধ্যায় )
📚রিয়াযুস স্বা-লিহীন :: বই ১ :: হাদিস ৫৭৯ ।

No comments:

Post a Comment