Friday, October 13, 2017

আল্লাহ্‌ ও তার রাসুলের অনুসরণ



Image may contain: ocean and water


আল্লাহ্‌ ও তার রাসুলের অনুসরণ
আমাদের প্রতিপালক আল্লাহ্‌ তা’আলা বলেন
.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

হে ইমানদারগণ ! আল্লাহ্‌কে ভয় কর এবং সঠিক কথা বল। আল্লাহ্‌ তোমাদের আমলকে সংশোধন করবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহ্‌ ও তার রাসুলের আনুগত্য করে সে বড় লাভবান ! (সূরা আহযাব , আয়াত ৭০-৭১)
.
আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও তার রাসূলের আনুগত্য করে না সে বড় ক্ষতিগ্রস্ত ! (সূরা আহযাব, আয়াত ৩৬)
.
উপরের আয়াতের তাফসিরঃ
(৭০-৭১) অর্থাৎ, এমন কথা বল, যাতে কোন টেরামি বা বক্রতা নেই, ধোঁকা ও ধাপ্পা নেই। سَدِيدٌ تَسْدِيْدُ السَّهَمِ থেকে গৃহীত। অর্থাৎ, যেমন তীরকে সোজা করা হয় যাতে সঠিক নিশানার উপর লাগে, অনুরূপ তোমাদের মুখ থেকে বের হওয়া কথা ও তোমাদের কাজ-কারবারও সোজা ও সরল হবে। সঠিকতা ও সত্যতা থেকে এক চুল বরাবর তা যেন বিচ্যুত না হয়।এটা আল্লাহ-ভীতি ও সরল-সঠিক কথা বলার সুফল যে, তোমাদের আমলের সংশোধন হবে এবং আরো আল্লাহর সন্তুষ্টি লাভ করার মত কর্মের সুমতি দান করা হবে এবং কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে গেলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন।

No comments:

Post a Comment