Wednesday, October 25, 2017

রোগের কাফফারা ও ক্ষতিপুরনঃ





রোগের কাফফারা ও ক্ষতিপুরনঃ
=======================
বইঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ৭৫/ রুগী (كتاب المرضى), হাদিস নম্বরঃ ৫৬৪১ 
৭৫/১. রোগের কাফফারা ও ক্ষতিপূরণ। 
৫৬৪১-৫৬৪২. আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরাহ হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এ সবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। [মুসলিম ৪৫/১৪, হাঃ ২৫৭৩]আধুনিক প্রকাশনী- ৫২৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৫১২৬)

হাদিসের মানঃ সহিহ (Sahih) 
বইঃ রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ১/ বিবিধ (كتاب المقدمات), হাদিস নম্বরঃ ৩৮ 
৩: সবর (ধৈর্যের) বিবরণ 
১৩/৩৮। আবূ সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু ও আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমন কি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তা‘আলা এর মাধ্যমে তার গোনাহসমূহ ক্ষমা করে দেন।’’[1] [1] সহীহুল বুখারী ৫৬৪২, মুসলিম ২৫৭৩, তিরমিযী ৯৬৬, আহমাদ ৭৯৬৯, ৮২১৯, ৮৯৬৬, ১০৬২৪ হাদিসের মানঃ সহিহ 

No comments:

Post a Comment