Sunday, October 1, 2017

বুখারী:৫৪২৬, মুসলিম:২০৬৭





হুযাইফাহ বিন্ ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন... তোমরা সোনা ও রুপার পাত্রে পান করো না এবং এগুলোর বাসনে আহার করো না। কেননা দুনিয়াতে এগুলো কাফিরদের জন্য আর আখিরাতে তোমাদের জন্য ।
আব্দুর রহমান বিন আবূ ইয়া’লা হতে বর্ণিত, তিনি বলেন... তারা হুযাইফাহ (রা) এর নিকট ছিলেন। তিনি পানি পান করতে চাইলেন। ফলে তাকে এক অগ্নিপূজারী পান করালেন। যখন পানপ্রাত্রটিকে হাত থেকে রাখলেন তখন তাকে ছুড়ে মারলেন এবং বললেন, এ ব্যাপারে আমাকে অনেকবার নিষেধ করা হয়েছে। তিনি যেন বলেছেন, আমি এ কাজ করতাম না ।
(বুখারী:৫৪২৬, মুসলিম:২০৬৭, বুলুগুল মারাম বাংলা: পবিত্রতা অধ্যায়, পৃষ্ঠা ৮৭, হাদীস নং ১৬)

No comments:

Post a Comment