Sunday, October 1, 2017

(মুসলিম ৩৩৮)






কোন পুরুষের জন্য অন্য কোন পুরুষের সতর (লজ্জাস্থান) দেখা এবং কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর (লজ্জাস্থান) দেখা হারাম। আর কোন পুরুষের জন্য অন্য কোন মহিলার সতর দেখা তো অবশ্যই হারাম তা তো আর বলার অপেক্ষাই রাখে না। সতর বলতে শরীয়তের দৃষ্টিতে মানব শরীরের যে অঙ্গ দেখা অন্যের জন্য হারাম উহাকেই বুঝানো হয়।
.
বিশুদ্ধ মতে কোন পুরুষের জন্য অন্য কোন পুরুষের সতর তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর হাত, পা, ঘাড় ও মাথা ছাড়া তার বাকি অংশটুকু তথা গলা বা ঘাড় থেকে হাঁটু পর্যন্ত। অনুরূপভাবে কোন পুরুষের জন্য অন্য কোন বেগানা মহিলার পুরো শরীরটিই সতর। ইসলামে নারীর পর্দা মুখ ও হাতের কবজি বাদে পুরো শরীর ঢেকে রাখা (সূরা নিসা ৩১) এবং পুরুষ যদি কোন মহিলাকে দেখে তবে দৃষ্টি সংযত রাখবে। তবে কোন মুসলিম নারী যদি এমন পরিস্থিতিতে থাকে যেখানে সে ঘর থেকে বের হলেই যৌন নির্যাতনের শিকার হতে হবে আর তাকে কেউ প্রোটেকশন দিতে পারছে না (কোন মুসলিম অথবা প্রশাসন) বা রেপ হবার ভয় থাকে তাহলে সে ঐ অবস্থানে থেকে (সূরা আহযাব ৫৫) আয়াতের মত নিকাব অথবা চোখও ঢেকে রাখতে পারে। এছাড়া নারীদের ফরজ পর্দা মুখ ও হাত খোলা রেখে পুরো শরীর ঢেকে রাখা। তবে কোন পুরুষের জন্য তার কোন মাহারাম (যাকে চিরতরে বিবাহ্ করা তার জন্য হারাম) মহিলার সতর ততটুকুই যতটুকু কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর। এবং এই হাদিসে এটাও বলা আছে পুরুষ নারী একই কাপড়ের নিচে অবস্থান করবে না। এক্ষেত্রে পরিবারের লোক হলেও আলাদা কাঁথা বা কাপড়ের নিচে ঘুমাবে বা অবস্থান করবে। (তবে বিশেষ কোন কারনে অপারগ হলে ভিন্ন কথা)। এবং চিকিৎসার জন্য লজ্জাস্থান দেখানো বৈধ । 
.
আবূ সা’ঈদ্ খুদ্রী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
.
لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الـْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِيْ الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِيْ ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِيْ الـْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِيْ الثَّوْبِ الْوَاحِدِ.
.
‘‘কোন পুরুষ অন্য কোন পুরুষের সতরের দিকে একেবারেই তাকাবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সতরের দিকে একেবারেই তাকাবে না। তেমনিভাবে কোন পুরুষ অন্য কোন পুরুষের সাথে একই কাপড়ের নিচে অবস্থান করবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সাথে একই কাপড়ের নিচে অবস্থান করবে না’’। (মুসলিম ৩৩৮)

No comments:

Post a Comment