Wednesday, October 25, 2017

প্রচলিত জাল হাদীস❗



Image may contain: text


প্রচলিত জাল হাদীস
===============
"আমি জ্ঞানের শহর এবং আলি তার দরজা" –জাল হাদীস!
এটা তাবারানী, আল হাকিম এবং অন্যরা বর্ননা করেন।। এটি অন্য বাক্যে তিরমীযিতে বর্ণিত আছে, "আমি জ্ঞানের ঘর এবং আলি তার দরজা”।
৯৯% শিয়ারা এই হাদিসটি বর্ননা করেন যখন তারা সুন্নীদের সাথে কথা বলেন। অধিকাংশ সুন্নীরা এই হাদিস সম্পর্কে জানে না। এবং এটাও জানে না যে এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসরা কি বলেছেন।
.
আমরা দেখি এ হাদিস সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত এর পন্ডিতগণ কি বলেছেন:
দারাকুতনী বলেছেন এই হাদিসটির সনদ এবং মতন মুদতারিব (নড়বড়ে)।
তিরমিযী এটিকে গরীব(দুর্বল) এবং মুনকার (প্রত্যাখ্যাত) বলেছেন।
ঈমাম বুখারী বলেন এই হাদীসে কোন সহীহ বর্ননা নেই এবং তিনি এটাকে সহীহ হাদিস হিসাবে অ-স্বীকার করেছেন।
কুরতুবী ‘আল জামে লি আহকামূল কুরআন’-এ এই হাদীস সম্পর্কে বলেন: "এই হাদীস বাতিল (মিথ্যা)”!
ইবনে মিন বলেনে এই হাদীসটি একটি ভিত্তিহীন মিথ্যা।
যাহাবী এটাকে একটি জাল বলে মনে করেন এবং ‘নকল হাদীস’ বইয়ে তা অন্তর্ভুক্ত করেছেন।
আল হাকিম এটিকে দুর্বল বলে ঘোষণা দেন। 
আলবানী এই হাদিসকে মৌজু (fabricated) হাদিস বলেছেন।
অন্য যারা এই হাদিসকে মৌজু বলেছেন তারা হলেন, আবু জুরআব, আবু হাতেম, ইয়াহিয়া বিন সাঈদ প্রমুখ।
.
হাদীস “আমি জ্ঞানের শহর এবং আলি তার দরজা" নিম্নলিখিত উত্স হতে বাতিল এবং মৌজু বলে প্রমানীত:
ইয়াহিয়া বিন মঈন
সূত্র: আল যারাহ ওয়ত্তা’দিল ৬/৯৯
সু’আলাত ইবন জুনাইদ #১৮৫
তারিখে বাগদাদ ১১/২০৫

আহমদ বিন হাম্বল
তারিখে বাগদাদ ১১/৪৯

ইবনে হিব্বনা
সূত্র: আল মারজুহিন ২/১৬৩

ইবনে 'আদি
সূত্র: আল কামেল ফি আদ্দুয়াফা ১/৩১১ ও ৩১৬

আল দারাকুতনী
সূত্রঃ তা’লিকাত আলা আল মারজুহিন ১৭৯

ইবনে তাহির আল মাক্বদিসি
সূত্রঃ ধাকহিরাত আদ হুফাদ ৫/২৫৭৮। তাধকিরাত আল হুফাদ#১৩৬

ইবনে আল আরাবী আল মালিকি
সূত্রঃ আহকামুল কুরআন ৩/৮৬

ইবনে আসাকির
সূত্রঃ তারিখ ডিমাসেক ৪৫/৩২১

ইবনে আল জাওযি
সূত্র: আল মওজুআত ২/১১২-১১৬

আল নওয়াবী
সূত্রঃ তাহদিব আল আসমা ' ওয়াল-লুগুআত ১/৩৪৮

আল মিযি
সূত্রঃ তাহদিব আল কামাল ১১/৪৬২

আল যাহাবী
উৎস: মিজন আল ই’তিদাল ১/৪১৫-১/১১০

No comments:

Post a Comment