Wednesday, November 1, 2017

তাওবা মানে কি?গুনাহ থেকে তাওবা করবেন কিভাবে?





তাওবা মানে কি?গুনাহ থেকে তাওবা করবেন কিভাবে?
~~~~~
অন্যায় করার পর অপরাধবোধে ভোগাই ঈমানের পরিচায়ক। তাই তাৎক্ষণাৎ করণীয় হল, আল্লাহর নিকট তাওবা করা। 
কোন পাপ থেকে একবার তওবা করার পর পূণরায় যদি সেই পাপ ঘটে যায় তারপরেও আল্লাহর নিকট ফিরে আসা ছাড়া তো আমাদের ২য় কোন পথ নেই। তাই আবারও তাওবা করতে হবে.. নিজেকে সমর্পন করতে হবে তার দরবারে।
নিশ্চয় আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল।

তবে কোন ব্যক্তি যদি তওবা করার পর পূণরায় সে একই অন্যায়ে জড়িত হয় তবে বুঝতে হবে, তার আগের তওবা যথার্থ ছিলো না।
মনে রাখতে হবে তওবার জন্য চারটি শর্ত আছে। সেই শর্ত ব্যতিরেকে তওবা করলে আল্লাহ তা গ্রহণ করবেন না।
💠
১ম শর্ত: তৎক্ষণাৎ গুনাহ হতে বিরত থাকা।
💠
২য় শর্ত: গুনাহের জন্য লজ্জিত হওয়া।
💠
৩য় শর্ত: পুনরায় উক্ত গুনাহ না করার দৃঢ় সংকল্প করা।
উল্লেখিত তিনটি শর্ত পূরণ না হলে তওবা কবুল হবে না।

আর অন্যায় যদি অন্য মানুষের সাথে সংশ্লিষ্ট হয় তবে তার জন্য চার টি শর্ত। উল্লেখিত তিনটি শর্তের সাথে চতুর্থ শর্ত হল, সম্ভব হলে যার অধিকার হরণ করা হয়েছে তার সাথে বিষয়টি সুরাহা করে নেয়া। যেমন, কারও অর্থ-সম্পদ আত্মসাৎ করা হলে তা মালিকের নিকট ফিরিয়ে দিতে হবে। অগোচরে কারও সমালোচনা করা হলে তার সাথে বিষয়টি মিটমাট করে নেয়া। তবে যদি তা সম্ভব না হয় তবে উক্ত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করতে হবে এবং তার পক্ষ থেকে দান-সদকা করতে হবে।
আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তওবা করার তাওফীক দান করুন।

No comments:

Post a Comment