Friday, April 13, 2018

সফরের কতিপয় আদবগুলি কি কি?






সফরের কতিপয় আদবগুলি কি কি?
--------------------
১) আত্মীয়-স্বজনের নিকট থেকে বিদায় নেয়ার সময় 'বিদায়ের দুয়া' পাঠ করা।
২) যানবাহনে আরোহণ ও সফরের দুয়া পাঠ করা।
৩) চলার পথে উঁচু স্থানে উঠার সময় 'আল্লাহু আকবার 'আর নিচু স্থানে নামার 
সময় 'সুবহান আল্লাহ' পাঠ করা।
৪) স্বামী বা মাহরাম (বিবাহ হারাম এমন পুরুষ) ছাড়া মহিলাদের সফর হারাম।
৫) সফর অবস্থায় ফরজ নামায কসর করা তথা ৪ রাকাত ফরজ সালাত ২ রাকাত পড়া।
(সফরে সুন্নত সালাত না পড়াই সুন্নত। তবে সাধারণ নফল সালাত পড়া যায়)
৬) প্রয়োজন সেরে অনতিবিলম্বে নিজ পরিবারের কাছে ফিরে আসা।
৭) সম্ভব হলে তিন বা ততোধিক ব্যক্তি সহকারে সফর করা উত্তম।
৮) সফরে একাধিক ব্যক্তি থাকলে তাদের মধ্যে একজনকে আমীর নিযুক্ত করা।
৯) আল্লাহর ভয় সহকারে পথ চলা এবং দুয়া, তাসবীহ ইত্যাদি পাঠের প্রতি যত্ন নেয়া।
কারণ, সফর অবস্থায় দুয়া আল্লাহ তায়ালা কুবল করেন।
১০) সফরে গান-বাজনা ও নাফারমানী মূলক কাজ থেকে বিরত থাকা।
১১) সফর থেকে ফিরে এসে বাড়ীতে প্রবেশ করার আগে মসজিদে 
দু রাকাত সালাত আদায় করা সুন্নত।

No comments:

Post a Comment