Friday, September 21, 2018

একটি ভুল আমল



No automatic alt text available.


একটি ভুল আমল
নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে এই দো'আ পড়া- (আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন)-এটি সঠিক নয়। জায়নামাযে দাঁড়িয়ে নামায শুরুর আগে এই দো'আ পড়ার প্রচলনটি ঠিক নয়। এই সময় এই দো'আ পড়াটা শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়। জায়নামাযের দো'আ বলতে শরীয়তে কিছু নেই। অবশ্য উপরোক্ত দো'আটি রাসূল (সাঃ) কখনো নামাযে (তাকবীরে তাহরীমার/আল্লাহু আকবার) বলা পর পড়তেন বলে প্রমাণিত আছে। (সহীহ মুসলিম ১/২৬৩; আলবাহরুর রায়েক১/৩১০; তাহতাবী আলাল মারাকী ১/২৫১; বাদায়েউস সানায়ে ১/৪৭১; ইলাউস সুনান ২/২০৬) [মাসিক আল কাউসার, মে-জুন -২০০৬, পৃষ্ঠা-২৪]
রাসূল (সাঃ) তাকবীরে তাহরিমা/আল্লাহু আকবার বলা পরে এক এক সময় এক এক দো'আ পড়েছেন তার মধ্যে হলোঃ 
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ،
“ওয়াজ্জাহ্‌তু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস্ সামা-ওয়াতি ওয়াল আরদ্বা হানীফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন”। (এখানে শেষ নয় দো'আটির শেষ অংশ পর্যন্ত পড়তেন)
[মুসলিম ১/৫৩৪, নং ৭৭১। আবূ দাউদ হাদীস নং ৭৬০]

রাসূল (সাঃ) তাকবীরে তাহরিমা/আল্লাহু আকবার বলা পরে এ দো'আটি ও পড়েছেনঃ
سُبْحانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلاَ إِلَهَ غَيْرُكَ
“সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আ-লা জাদ্দুকা ওয়া লা- ইলা-হা গাইরুকা”।
[মুসলিম, নং ৩৯৯] [আবু দাউদ, নং ৭৭৫] [তিরমিযী, নং ২৪৩] [ইবন মাজাহ্‌, নং ৮০৬] [নাসাঈ, নং ৮৯৯] [তিরমিযী, ১/৭৭;] [ইবন মাজাহ্ ১/১৩৫]

[[হাদীসে এমন বেশ কয়েকটি দো'আ বর্ণিত হয়েছে এগুলোর যে কোন একটি পড়লেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে]]

No comments:

Post a Comment